দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে ভিশন-২০২১ টাওয়ারের সম্মেলনকক্ষে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণের পর ভোট গণনা করে নির্বাচন কমিশন প্রাথমিক ফলাফল ঘোষণা করে।
বিআইজেএফের ৬৭ জন ভোটারের মধ্যে ৬৪ জন ভোট প্রদান করেন। বিআইজেএফের নির্বাহী কমিটির ৯টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৪২টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ইনফোটেকইনসাইট ডটকমের মো. এ হালিম (হিটলার এ হালিম)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সাব্বিন হাসান। তিনি ভোট পেয়েছেন ৩৯টি।
বিআইজেএফ নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহসভাপতি কমপিউটার বিচিত্রার ভূঁইয়া ইনাম (৪৬), যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল ২৪-এর এনামুল হক (৪৭), সাংগঠনিক সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের মো. তৌহিদুল ইসলাম (৪৫), কোষাধ্যক্ষ বিজটেক২৪ ডটকমের মো. সাইফুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রকাশনা ও গবেষণা সম্পাদক টেকসংবাদ ডটকম ডটবিডির মো. মাহবুবুর রহমান (২৫) এবং নির্বাহী সদস্য মান্থলি টেকওয়ার্ল্ডের নাজনীন নাহার (৬১) ও দৈনিক ডিজিটাল সময়ের মো. এনামুল করিম (৪০)।
বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি এস এম ইকবালকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত তিন সদস্যের বিআইজেএফ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। বাকি দুই সদস্য ছিলেন প্রথম আলোর পল্লব মোহাইমেন ও সারাবাংলার মো. সুমন ইসলাম। আপিল বোর্ডের সদস্য ছিলেন পার্বত্যনিউজ ডটকমের মেহেদি হাসান ও কালের কণ্ঠের উবায়দুল্লাহ বাদল। আগামী সোমবার বিকেল চারটায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন সূত্রে জানা গেছে।