পণ্য বিভাগের প্রধান বা প্রোডাক্ট চিফ হিসেবে প্রায় ২০ বছরের দীর্ঘ সময় কাটিয়ে মাইক্রোসফট ছাড়ছেন পানোস প্যান্যায়। এ সময়ে তিনি মাইক্রোসফটের সারফেস কম্পিউটার এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অগ্রগতিতে নেতৃত্ব দেন। মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট রাজেশ ঝা এক ই–মেইলে এ খবর জানিয়েছেন।
পানোস প্যান্যায়ের মাইক্রোসফটের দায়িত্ব ছেড়ে দেওয়া খানিকটা অনাকাঙ্ক্ষিত। পরশু ২১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় মাইক্রোসফটের বিশেষ অনুষ্ঠানের উপস্থিত থাকার বিষয়ে গত মাসেই তিনি তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সারফেস কম্পিউটার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন নিয়ে এ অনুষ্ঠানে ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের মুখপাত্র ফ্রাঙ্ক শ জানিয়েছেন, এবারের এ আয়োজনে থাকবেন না প্যান্যায়।
২০০৪ সালে মাইক্রোসফটে গ্রুপ প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন প্যান্যায়। এরপর সারফেস কম্পিউটারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্য তৈরি ও বাজারজাতকরণে নেতৃত্ব দেন তিনি। ২০১৮ সালে হয়ে যান চিফ প্রোডাক্ট অফিসার। এরপর তিনি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের অগ্রগতির নেতৃত্ব দেন। সব৴শেষ শীর্ষ ব্যবস্থাপনা দলে অন্তর্ভুক্ত হওয়ার অংশ হিসেবে ২০২১ সালে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টও হন তিনি।
এখন মাইক্রোসফটের কনজ্যুমার মার্কেটিং হেড ইউসুফ মেহেদি সারফেস কম্পিউটার ও উইন্ডোজ, এই দুটি পণ্যের নেতৃত্ব দেবেন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালক্সা ও ইকো—এই দুটি পণ্যের নেতৃত্ব দিতে প্যান্যায়কে নিজেদের প্রতিষ্ঠানে যুক্ত করতে যাচ্ছে অ্যামাজন।
সূত্র: দি ভার্জ