আইফোন
আইফোন

আইফোনে মুছে ফেলা পুরোনো ছবি আবার দেখা যাওয়ার কারণ জানাল অ্যাপল

১৩ মে আইওএস অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ ‘আইওএস ১৭.৫’ উন্মুক্ত করে অ্যাপল। ১৫টি নিরাপত্তাত্রুটি সমাধানের পাশাপাশি বেশ কিছু নতুন সুবিধাও যুক্ত করা হয় সংস্করণটিতে। কিন্তু সংস্করণটি ব্যবহারের পর আইফোনে হঠাৎ মুছে ফেলা পুরোনো ছবি আবার দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন অনেক আইফোন ব্যবহারকারী। এ সমস্যার সমাধান করতে ২৩ মে আবারও আইওএসের নতুন সংস্করণ উন্মুক্ত করে অ্যাপল। এ বিষয়ে এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, বেশ কিছু আইফোনের তথ্যভান্ডারে ত্রুটি থাকায় এ সমস্যা দেখা দিয়েছিল। এ ত্রুটির সঙ্গে অনলাইন তথ্যভান্ডার আইক্লাউডের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি যেসব ছবি মুছে যাওয়ার পর আবারও ফেরত এসেছে, সেগুলো আইক্লাউডে কখনো জমা ছিল না।

মুছে ফেলা পুরোনো ছবি আবার দেখা যাওয়ার একটি সম্ভাব্য কারণ জানিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটির ধারণা, যাঁরা পুরোনো আইফোনের পরিবর্তে নতুন মডেলের আইফোন ব্যবহার শুরু করেছেন, তাঁদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হতে পারে। কারণ, পুরোনো আইফোন থেকে নতুন আইফোনে তথ্য স্থানান্তর করেছেন অনেকে। তথ্য স্থানান্তরের সময় আইফোনের তথ্যভান্ডারে ত্রুটির কারণে ছবিগুলো আবারও দেখা যেতে পারে।

আইফোনে মুছে ফেলা পুরোনো ছবি আবার দেখা যাওয়ার কারণে ব্যবহৃত আইফোন বিক্রি করা অনেকেই নিজেদের ব্যক্তিগত ছবি ফাঁসের আশঙ্কা করছেন। তাঁদের অনেকের ধারণা, বিক্রি করা পুরোনো আইফোনে মুছে ফেলা ছবি ফেরত আসতে পারে। তবে সবাইকে আশ্বস্ত করে অ্যাপল জানিয়েছে, ব্যবহৃত আইফোন বিক্রি করার আগে পূর্ণাঙ্গভাবে রিসেট করলে ও তথ্য মুছে ফেললে সেগুলো পুনরায় দেখা যায় না।

সূত্র: ম্যাশেবল