আইফোন
আইফোন

আইফোন ১৬ সিরিজে দ্রুত চার্জের সুবিধাসহ শক্তিশালী ব্যাটারিও যুক্ত করা হতে পারে

আগামী সেপ্টেম্বরে বাজারে আসবে আইফোনের পরবর্তী সংস্করণ ‘আইফোন ১৬ সিরিজ’। তবে বরাবরের মতোই এ বিষয়ে আগাম তথ্য দিতে নারাজ অ্যাপল। আর তাই এরই মধ্যে নতুন সিরিজের আইফোনে থাকা সম্ভাব্য প্রযুক্তি ও সুবিধা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হচ্ছে গণমাধ্যমে। সম্প্রতি আইটি হোমের এক প্রতিবেদন থেকে জানা গেছে, নতুন মডেলের আইফোনে নকশায় পরিবর্তনের পাশাপাশি দ্রুত চার্জের সুবিধা যুক্ত হতে পারে। শুধু তা–ই নয়, ব্যাটারির ক্ষমতাও বাড়বে।

আইটি হোমের তথ্যমতে, আইফোন ১৬ প্রো মডেলে চার্জিং সুবিধা আরও উন্নত হবে। আইফোনের বিভিন্ন মডেলের মধ্যে ১৬ সিরিজের ফোনে সর্বোচ্চ ওয়াটের চার্জিং সুবিধা যুক্ত হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, নতুন আইফোনে ওয়ারলেস চার্জার ব্যবহার করলে ২০ ওয়াটের চার্জিং সুবিধা এবং তারের মাধ্যমে চার্জ করলে ৪০ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সুবিধা পাওয়া যাবে। ব্যাটরির ক্ষমতা বর্তমানের তুলনায় বেশি হলেও দ্রুত চার্জ করতে পারবেন ব্যবহারকারীরা।

বর্তমানে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্রো মডেলে ইউএসবি থ্রি ব্যবহার করে সর্বোচ্চ ২৭ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা পাওয়া যায়। আর মেগাসেফ বা অন্যান্য থার্ড পার্টি সুবিধার মাধ্যমে ওয়ারলেস চার্জারে ১৫ ওয়াট চার্জিং সুবিধা রয়েছে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্রো মডেলে। ফলে আইফোন ১৬ সিরিজে দ্রুত চার্জের সুবিধা থাকায় ব্যবহারকারীদের চার্জ নিয়ে চিন্তা কমবে।

আইটি হোমের প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৬ সিরিজের বিভিন্ন মডেলে ৩ হাজার ৫৬১ থেকে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি যুক্ত করা হতে পারে। এ ছাড়া আগের সিরিজগুলোতে ভিন্ন প্রসেসর থাকলেও এবার আইফোন ১৬ সিরিজের সব মডেলে একই প্রসেসর থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে