স্মার্টফোন থেকে দ্রুত ভিডিওর নির্দিষ্ট অংশ পাঠানোর সুযোগ চালু করছে ইউটিউব
স্মার্টফোন থেকে দ্রুত ভিডিওর নির্দিষ্ট অংশ পাঠানোর সুযোগ চালু করছে ইউটিউব

ইউটিউবের ভিডিওর নির্দিষ্ট অংশ কেটে ফোন থেকে সহজেই পাঠানো যাবে

স্মার্টফোন থেকে ইউটিউব ভিডিওর নির্দিষ্ট অংশ দ্রুত অন্যদের পাঠানোর সুযোগ দিতে নতুন সুবিধা চালু করতে যাচ্ছে ইউটিউব। বর্তমানে ভিডিওর নির্দিষ্ট সময়ের ক্লিপ অন্যদের পাঠানোর সুযোগ থাকলেও বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। এর ফলে বিরক্ত হন অনেকেই। নতুন এ সুবিধা চালু হলে শুধু শেয়ার বাটনে ক্লিক করেই ভিডিওর নির্দিষ্ট সময়ের ক্লিপ অন্যদের পাঠানো যাবে।

বর্তমানে স্মার্টফোন থেকে ইউটিউব ভিডিওর নির্দিষ্ট অংশ অন্যদের পাঠানোর জন্য ক্লিপ বাটনে ট্যাপ করতে হয়। এরপর ভিডিওর নির্দিষ্ট অংশ নির্বাচন করে বেশ কয়েকটি ধাপ অনুসরণের পর ভিডিওর নির্বাচিত অংশটি নির্দিষ্ট ব্যক্তিদের পাঠাতে হয়। এটি বেশ সময়সাপেক্ষ হওয়ায় স্মার্টফোন থেকে দ্রুত ভিডিওর নির্দিষ্ট অংশ পাঠানোর সুযোগ চালুর উদ্যোগ নিয়েছে ইউটিউব।

নতুন এ সুযোগ চালু হলে ইউটিউব ভিডিওর নিচে থাকা শেয়ার বাটনে ট্যাপ করার পর পপআপের ওপরের ডানদিকে ভিডিওর সময় দেখা যাবে। এরপর পাশে থাকা টগলের সাহায্যে লিংক কপি করে শেয়ার বাটনে ক্লিক করলেই ভিডিওর নির্দিষ্ট অংশ ই-মেইল, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অ্যাপে অন্যদের পাঠানো যাবে। এরপর লিংকটিতে ক্লিক করলে অন্যরা সেই ভিডিওর নির্দিষ্ট অংশ থেকে ভিডিও দেখতে পারবেন।

প্রসঙ্গত, বর্তমানে কম্পিউটার থেকে একই পদ্ধতিতে দ্রুত ইউটিউব ভিডির নির্দিষ্ট অংশ সহজেই পাঠানো যায়। নতুন এ সুবিধা কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া