আমাজন বনের গভীরে শেষ বরফ যুগে বসবাসকারী মানুষের আঁকা হাজার হাজার ছবির সন্ধান বেশ কয়েক বছর আগেই পেয়েছেন বিজ্ঞানীরা। প্রায় আট মাইল জায়গাজুড়ে পাথরের দেয়ালে খোদাই করা ছবিগুলো মূলত বরফ যুগের বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রাণীর।
জানা গেছে, বিশেষ ধরনের লাল রঞ্জক দিয়ে এই ছবিগুলো আঁকা হয়েছে। প্রাচীন সময়ে এই রং ছবি আঁকার জন্য ব্যবহার করা হতো। আমাজন বনের কলম্বিয়া অংশে তিনটি শিলা পাহাড়ে প্রায় আট মাইল এলাকাজুড়ে এসব ছবি আঁকা হয়েছে। এ বিষয়ে যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মার্ক রবিনসন বলেন, কলম্বিয়ার আমাজনের উত্তর প্রান্তে সিরানিয়া লা লিন্দোসা প্রত্নতাত্ত্বিক সাইটে পাওয়া ছবিগুলো সত্যিই অবিশ্বাস্য। এসব ছবি আমাজনের পশ্চিম অংশে বসবাস করা আদিবাসীরা এঁকেছেন। আদিবাসীরা সম্ভবত ১২ হাজার ৬০০ বছর থেকে ১১ হাজার ৮০০ আগে এ অঞ্চলে বসবাস করতেন। তখন সর্বশেষ বরফ যুগ চলছিল। তখন আমাজন ক্রান্তীয় বন হিসেবে রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছিল। ক্রমবর্ধমান তাপমাত্রার পরিবর্তনের কারণে আমাজন ধীরে ধীরে কখনো সাভানা, কখনো কাঁটাযুক্ত বন বা এখনকার গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টে পরিবর্তিত হয়েছে।
ছবিগুলোর বিষয়ে বিজ্ঞানী মার্ক রবিনসন জানিয়েছেন, ‘বরফ যুগের হাতে আঁকা ছবিগুলোতে বিভিন্ন হাতের ছাপ, জ্যামিতিক নকশা ও ছোট আকৃতির হরিণ, বাদুড়, বানর, কচ্ছপ, সাপ ও শজারুর ছবি পাওয়া গেছে। উট আর ঘোড়াসহ তিন পায়ের খুরযুক্ত অচেনা স্তন্যপায়ী প্রাণীর ছবিও আছে সেখানে। ছবিগুলোতে শিকারের দৃশ্যসহ তখনকার মানুষের প্রাণবন্ত জীবনের দৃশ্যও তুলে ধরা হয়েছে। আমাদের কাছে বিভিন্ন ছবি বেশ অবিশ্বাস্য লাগছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলে অনেক বড় প্রাণী শেষ বরফ যুগের সময় বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেসব প্রাণীর কিছু নমুনাও পাথরের দেয়ালে আঁকা ছবিতে পাওয়া গেছে।’
সূত্র: লাইভ সায়েন্স