বিজ্ঞানীরা ধাতব কেন্দ্রসমৃদ্ধ নতুন গ্রহ আবিষ্কার করেছেন। নতুন এই গ্রহ পৃথিবীর চেয়ে ৬০ গুণ ভারী। সূর্য থেকে ৬৯০ আলোকবর্ষ দূরে অবস্থিত নতুন এই গ্রহ। আবিষ্কৃত গ্রহটি নেপচুনিয়ান এলাকায় অবস্থিত। নতুন গ্রহটি এই এলাকার চতুর্থ এক্সো-গ্রহ। এই গ্রহের আকার নেপচুন গ্রহ ও শনি গ্রহের মাঝামাঝি। নেপচুনিয়ান অঞ্চলের তাপমাত্রা অনেক বেশি। নেপচুন আকারে পৃথিবীর ৪ গুণ বড় ও ১৭ গুণ ভারী। এ অঞ্চলে যেসব গ্রহের খোঁজ মিলেছে বা ভবিষ্যতে মিলবে, সেগুলো এমন প্রকৃতির হবে।
ভারতের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির বিজ্ঞানীদের নেতৃত্বে একটি আন্তর্জাতিক দল সৌরজগতের বাইরে নতুন এই এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছে। নতুন এই গ্রহ পৃথিবীর চেয়ে পাঁচ গুণ বড়। নতুন গ্রহটির নামকরণ করা হয়েছে টিওআই-৬৬৫১বি। পিএআরএএস-২ নামের একটি টেলিস্কোপের মাধ্যমে নতুন এই গ্রহের সন্ধান মিলেছে। ভারতের রাজস্থানের মাউন্ট আবুতে বসানো আছে টেলিস্কোপটি। জার্নাল অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকসে নতুন গ্রহের তথ্য প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন গ্রহটি তার কেন্দ্রীয় নক্ষত্রের চারপাশে মাত্র পাঁচ দিনে প্রদক্ষিণ করছে। গ্রহটির মূল অংশ প্রায় ৮৭ শতাংশ লোহার মতো শক্ত ধাতু দ্বারা গঠিত। বাহ্যিকভাবে পাথুরে এই গ্রহে হাইড্রোজেন ও হিলিয়ামের একটি কম ঘনত্বের মেরু আছে। নতুন এই এক্সোপ্ল্যানেটের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ১ হাজার ২০০ ডিগ্রি সেলসিয়াস। তাপের কারণে এই গ্রহের বাসযোগ্যতা শূন্য। নেপচুনিয়ান অঞ্চল থেকে আবিষ্কৃত অন্য তিনটি এক্সোপ্ল্যানেট পৃথিবীর চেয়ে ১২ থেকে ১৩ গুণ বড়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস