বিশ্বের সবচেয়ে ছোট রুবিক’স কিউব
বিশ্বের সবচেয়ে ছোট রুবিক’স কিউব

বিশ্বের সবচেয়ে ছোট রুবিক'স কিউব, কত ছোট, কারা বানিয়েছে

রুবিক’স কিউবের ছয়টি তলের রংগুলো মেলাতে হিমশিম খান অনেকেই। কেউ আবার চোখের পলকে মিলিয়ে ফেলেন। জনপ্রিয় এই পাজল গেমটি প্রায় ৫০ বছর জনপ্রিয়তা ধরে রেখেছে। আর তাই এবার প্রায় দুই বছর চেষ্টার পর বিশ্বের সবচেয়ে ছোট রুবিক’স কিউব তৈরি করতে সক্ষম হয়েছে জাপানের খেলনা নির্মাতা প্রতিষ্ঠান মেগা হাউস। অ্যালুমিনিয়ামের তৈরি রুবিকস কিউবটি আকারে মাত্র পাঁচ মিলিমিটার। আর তাই কিউবের তলের রংগুলো মেলাতে প্রয়োজন হবে চিমটা।

মেগা হাউসের তথ্যমতে, ক্ষুদ্রাকৃতি এই রুবিকস কিউবের ওজন মাত্র শূন্য দশমিক ৩ গ্রাম। চার বছর আগে ক্ষুদ্রাকৃতি এই রুবিক’স তৈরির পরিকল্পনা করা হলে কাজ শুরু হয় ২০২২ সালে। এরই মধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে ক্ষুদ্রাকৃতির রুবিক’স কিউবটি। আগামী বছরের এপ্রিলে বাজারে ছাড়ার কথা থাকলেও এরই মধ্যে অগ্রিম ফরমাশ কার্যক্রম শুরু হয়েছে। ক্ষুদ্রাকৃতি রুবিক’স কিউবের দাম ধরা হয়েছে ৫ হাজার ৩২০ মার্কিন ডলার বা প্রায় ৬ লাখ ৩৮ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা ধরে)।

১৯৭৪ সালে রুবিক’স কিউব উদ্ভাবন করেন হাঙ্গেরীয় উদ্ভাবক এর্নো রুবিক। এযাবৎ প্রায় ৫০ কোটি কিউব সারা বিশ্বে বিক্রি হয়েছে বলে ধারণা করা হয়। প্রতিবছর সারা বিশ্বে রুবিকস কিউব নিয়ে নানা ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সূত্র: এবিসি১২ ডটকম