জ্যারেড আইজ্যাকম্যান
জ্যারেড আইজ্যাকম্যান

নাসার প্রশাসক হচ্ছেন অর্থের বিনিময়ে মহাকাশ ভ্রমণে যাওয়া মার্কিন ব্যবসায়ী

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নতুন প্রশাসক হচ্ছেন মার্কিন ব্যবসায়ী জ্যারেড আইজ্যাকম্যান। গত বুধবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্যারেড আইজ্যাকম্যানকে নাসার প্রশাসক হিসেবে মনোনীত করেছেন। জ্যারেড আইজ্যাকম্যান গত সেপ্টেম্বর মাসে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের ‘পোলারিস ডন’ মিশনে অংশ নিয়ে অপেশাদার নভোচারী হিসেবে মহাকাশে হাঁটা বা স্পেসওয়াকের বিরল অভিজ্ঞতা অর্জন করেন।

মার্কিন উদ্যোক্তা আইজ্যাকম্যান মাত্র ১৬ বছর বয়সে নিজ বাসার বেজমেন্টে ইলেকট্রনিক পেমেন্ট প্রতিষ্ঠান ‘শিফট ৪’ প্রতিষ্ঠা করেন। বিভিন্ন ব্যবসার জন্য মোবাইল-পেমেন্ট সফটওয়্যার, পয়েন্ট-অব-সেলস সেবা ও অনলাইন পেমেন্টের সুযোগ দেওয়া প্রতিষ্ঠানটির মাধ্যমে বর্তমানে বছরে ২৬০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি লেনদেন হয়ে থাকে। আইজ্যাকম্যান ২০১২ সালে ড্রাকেন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি ব্যক্তিগত বিমান সরবরাহের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ন্যাটোর সদস্যদেশের সামরিক পাইলটদের প্রশিক্ষণ দিয়ে থাকে।

২০১৯ সালে আইজ্যাকম্যান বিলিয়নিয়ারের তালিকায় নাম লেখান। ২০২১ সালে আইজ্যাকম্যান প্রথম মহাকাশ অভিযানে যান। তিনি প্রথম বেসরকারি ব্যক্তিদের পরিচালনা ইন্সপিরেশন ফোর নামে সিভিলিয়ান মিশন পরিচালনা করেন ও নেতৃত্ব দেন। নাসার প্রশাসক হিসেবে নাম ঘোষিত হওয়ার পর আইজ্যাকম্যান এক্সে লিখেছেন, এই মনোনয়ন অত্যন্ত সম্মানের। তাঁর কাছে মহাকাশ অনুসন্ধানই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।
সূত্র: বিজনেস ইনসাইডার