আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ক্যানসারের ওষুধ নিয়ে গবেষণা করছে নাসা
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ক্যানসারের ওষুধ নিয়ে গবেষণা করছে নাসা

মহাকাশে ক্যানসারের ওষুধ নিয়ে গবেষণা করছে নাসা

মহাকাশের ওজনহীন পরিবেশে ক্যানসারের ওষুধ নিয়ে গবেষণা করছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরিচালিত এ গবেষণার তথ্যাদি সম্প্রতি প্রকাশ করেছে নাসা। গবেষণার সঙ্গে যুক্ত ফ্রাঙ্ক রুবিও নামের এক মহাকাশচারী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বলেন, গবেষণার জন্য মহাকাশ একটি অনন্য স্থান। মহাকাশ স্টেশন পৃথিবীর পৃষ্ঠের প্রায় ৪০০ কিলোমিটার ওপর দিয়ে প্রদক্ষিণ করছে। সেখানে কোষের বয়স বেশ দ্রুতই বাড়ে। একই সঙ্গে গবেষণায় বেশ গতি পাওয়া যায়।

নাসার প্রধান বিল নেলসন বলেন, মাধ্যাকর্ষণের কারণে পৃথিবীতে সব ধরনের গবেষণা করা যায় না। মহাকাশে ক্যানসার কোষের আণবিক কাঠামো আরও ভালোভাবে বিশ্লেষণ করা যায়। মহাকাশে নাসা কিট্রুডা নামের একটি ওষুধের কার্যকারিতা বাড়ানোর জন্য গবেষণা করছে। এটি একটি ক্যানসাররোধী ওষুধ যা রোগীরা এখন শিরায় গ্রহণ করেন। এই ওষুধের মূল উপাদানকে তরলে রূপান্তর করা বেশ কঠিন। স্ফটিকীকরণের মাধ্যমে সমস্যার সমাধান করা হচ্ছে। পৃথিবীর তুলনায় মহাকাশে আরও দ্রুত স্ফটিক তৈরি হয়। বর্তমানে ওষুধটির স্ফটিক মহাকাশে ভালোভাবে তৈরি হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০১৬ সালে ক্যানসার মুনশট নামের একটি উদ্যোগ চালু করেন। মুনশট উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো এই শতাব্দীর মধ্যে দ্রুত ক্যানসারে মৃত্যুর হার অর্ধেকে নামিয়ে আনা। এর ফলে বছরে প্রায় ৪০ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বাইডেনের স্বাস্থ্য ও মানবসেবাবিষয়ক সেক্রেটারি জেভিয়ের বেসেররা বলেন, ‘চন্দ্রজয়ের সময় আমরা অনেক কাজ করেছিলাম। আমরা বিশ্বাস করি, ক্যানসার রোগ নির্মূলে আমাদের প্রযুক্তি ও বিজ্ঞানীরা অসম্ভবকে সম্ভবে পরিণত করছেন।’

সূত্র: ফিজিস ডট অর্গ