আন্তর্জাতিক মহাকাশ স্টেশন
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন দ্রুত খালি করার পরামর্শ, কেন

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) বেশ কিছু স্থানে ফাটল দেখা দেওয়ায় নভোচারীদের নিরাপত্তায় দ্রুত স্টেশনটি খালি করার পরামর্শ দিয়েছেন ব্রিটিশ সরকারের ইউএফও (আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট) প্রকল্পের সাবেক কর্মকর্তা নিক পপ। তাঁর মতে, দেরি করলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এই বিপর্যয় এড়াতে হলে মহাকাশে ভাসমান স্টেশনটি দ্রুত খালি করতে হবে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে নিক পপ জানিয়েছেন, মহাকাশ সংস্থা নাসার অপেক্ষা ও দেখতে থাকার মনোভাবের কারণে বিধ্বংসী পরিস্থিতি তৈরি হতে পারে। আইএসএসকে খুব দেরি করে ছেড়ে দিলে এমন একটি বিপর্যয় ঘটতে পারে, যা শুধু নভোচারীদের নয়, নাসার সুনামকেও ক্ষতিগ্রস্ত করবে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়মিত বিরতিতে মহাকাশচারীরা সফর করে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করেন। সাধারণত মহাকাশ স্টেশনে কোনো ত্রুটি দেখা দিলে মহাকাশচারীরা দ্রুত তা মেরামত করার চেষ্টা করেন। তবে সাম্প্রতিক সময়ে স্টেশনটিতে ছিদ্র ও ফাটলের মাত্রা অনেক বেড়েছে। এর ফলে আইএসএসে অবস্থান করা মহাকাশচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ৫০টি স্থানে ফাটল খুঁজে পাওয়া গেছে, যার মধ্যে চারটি বড় ধরনের। এসব ফাটলের কারণে মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরা ঝুঁকির মধ্যে পড়তে পারেন। ফাটল মেরামতে এরই মধ্যে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস।

সূত্র: ডেইলি মেইল