গবেষণাগারে তৈরি হচ্ছে সৌর কোষ
গবেষণাগারে তৈরি হচ্ছে সৌর কোষ

ভাঁজ করে মুড়িয়ে রাখা যাবে সৌর কোষ

অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা সিএসআইআরও-এর বিজ্ঞানীরা ভাঁজ করে মুড়িয়ে রাখতে সক্ষম নতুন ধরনের সৌর কোষ বা সোলার সেল তৈরি করেছেন। সিলিকনের তৈরি সোলার প্যানেল ভারী হলেও নতুন সৌর কোষ অত্যন্ত নমনীয় ও বহনযোগ্য। ফলে এর মাধ্যমে ক্লিন এনার্জি বা পুনর্নবায়নযোগ্য শক্তির বিকাশে নতুন পথের সন্ধান পাওয়া যাবে। পাতলা প্লাস্টিকের ফিল্মে মুদ্রিত এই হালকা নমনীয় সৌর সেল ব্যাপকভাবে ব্যবহারের সুযোগ রয়েছে। ফলে সারা বিশ্বের পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন সৌর সেল সহায়তা করবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

নতুন সৌর সেলের বিষয়ে একটি গবেষণাপত্র নেচার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, নতুন সৌর সেল নবায়নযোগ্য শক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সাহায্য করবে। এ বিষয়ে বিজ্ঞানী ডুজিন ভাক বলেন, ‘আমরা দিনে ১০ হাজারের বেশি সৌর সেল উৎপাদনের পাশাপাশি সেগুলোর কার্যকারিতা পরীক্ষার জন্য একটি পদ্ধতি আবিষ্কার করেছি। আমাদের তৈরি পাতলা ও হালকা সৌর সেলগুলো এখন বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে।’

বিজ্ঞানী অ্যান্টনি চেসম্যান বলেন, ‘আমরা নতুন সৌর সেল তৈরির জন্য এক দশকের বেশি সময় ধরে গবেষণা করেছি। এরই মধ্যে আমরা বিভিন্ন প্রকল্পে নতুন সৌর সেল ব্যবহার করে বেশ সাফল্য পেয়েছি। এটা অনেকটা রোল করা কাগজের মতো পেঁচিয়ে রাখা যায়। মুদ্রিত নমনীয় সৌর সেল সফলভাবে বাণিজ্যিকীকরণ করতে পারলে অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ অর্থনৈতিক ও পরিবেশগতভাবে লাভবান হবে।’
সূত্র: টেকএক্সপ্লোর