জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের গড় তাপমাত্রা বাড়ার পাশাপাশি গভীর সমুদ্রের তাপমাত্রাও বাড়ছে। সমুদ্রের নিচে তাপমাত্রা বাড়ার কারণে সামুদ্রিক প্রাণীদের বাসস্থানে বেশি প্রভাব পড়ছে। শুধু তাই নয়, সমুদ্রের পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় অক্সিজেনের মাত্রা ও পুষ্টির ঘনত্বও প্রভাবিত হচ্ছে। এর ফলে দীর্ঘ মেয়াদে পরিবেশগত ক্ষতি হতে পারে জানিয়েছেন অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা সিআইএসআরও এবং চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের একদল বিজ্ঞানী।
অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা সিআইএসআরও ও চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের বিজ্ঞানীরা যৌথভাবে গভীর সমুদ্রের তাপমাত্রা জানতে গবেষণা করছেন। গতকাল বৃহস্পতিবার বৈজ্ঞানিক সাময়িকী নেচারে গভীর সমুদ্রের নিচে চালানো তাঁদের গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সমুদ্রের গভীরে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। সামুদ্রিক উষ্ণায়নের এই তথ্য উপেক্ষা করার কারণে জলবায়ু পরিবর্তনের মূল প্রভাব সম্পর্কে জানা কঠিন হয়ে পড়ছে।
বিজ্ঞানীদের তথ্য মতে, উপকূলীয় অঞ্চলের তাপমাত্রা সম্পর্কে ধারণা থাকলেও গভীর সমুদ্রের তথ্য বেশ কম জানা যায়। কিন্তু গভীর সমুদ্রের তাপমাত্রার পরিবর্তন দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করে। এতে প্রবাল প্রাচীরের ক্ষতি থেকে শুরু করে সামুদ্রিক জীবের বাসস্থানের মারাত্মক ক্ষতি হতে পারে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে এমন ঘটনা নিয়মিত ঘটছে। তাপপ্রবাহ বাড়ার কারণে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হচ্ছে।
সূত্র: রয়টার্স