ইলেকট্রো-বায়োডিজেল তৈরির নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা
ইলেকট্রো-বায়োডিজেল তৈরির নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা

কার্বন ডাই–অক্সাইড থেকে তৈরি হবে ইলেকট্রো-বায়োডিজেল

বৈশ্বিক কার্বন–দূষণের পরিমাণ কমাতে দীর্ঘদিন ধরেই বিকল্প জ্বালানির উৎস আবিষ্কারের জন্য কাজ করছেন বিজ্ঞানীরা। এবার জ্বালানির বিকল্প হিসেবে কার্বন ডাই–অক্সাইড থেকে বিশেষ ধরনের ইলেকট্রো-বায়োডিজেল তৈরির পদ্ধতি আবিষ্কার করেছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব মিসৌরির দুজন বিজ্ঞানী। নতুন এ পদ্ধতি কাজে লাগিয়ে ইলেকট্রোক্যাটালাইসিস ব্যবহারের মাধ্যমে কার্বন ডাই–অক্সাইডকে অ্যাসিটেট ও ইথানলের মতো জ্বালানিতে রূপান্তর করা সম্ভব বলে দাবি করেছেন তাঁরা।

নতুন এ পদ্ধতিতে কার্বন ডাই–অক্সাইড থেকে ইলেকট্রো-বায়োডিজেল তৈরির জন্য ইলেকট্রোক্যাটালাইসিস ব্যবহার করা হয়। এরপর বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনের অবস্থান পরিবর্তন করে কার্বন ডাই–অক্সাইডকে অ্যাসিটেট ও ইথানলে রূপান্তর করা হয়।

নতুন এ পদ্ধতি সয়াবিনভিত্তিক বায়োডিজেল উৎপাদন পদ্ধতির তুলনায় ৪৫ গুণ বেশি কার্যকর। শুধু তাই নয়, সয়াবিনভিত্তিক বায়োডিজেল উৎপাদন পদ্ধতির তুলনায় ৪৫ গুণ কম জায়গার প্রয়োজন হয়। জুল বৈজ্ঞানিক সাময়িকীতে এ গবেষণার তথ্য প্রকাশিত হয়েছে।

সারা বিশ্বে ডিজেলচালিত যানবাহন থেকে অনেক বেশি কার্বন নির্গমন হয়ে থাকে। এতে পরিবেশে কার্বন–দূষণ বাড়ছে। আর তাই এ সমস্যা সমাধানে বিজ্ঞানীরা কাজ করছেন। নতুন এ পদ্ধতি পরিবেশদূষণ কমাতে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং