ধারণার চেয়েও চাঁদের বয়স অনেক বেশি বলে নতুন এক গবেষণায় জানিয়েছেন বিজ্ঞানীরা। নেচার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, প্রায় ৪৫১ কোটি বছর আগে চাঁদের বিকাশ শুরু হয়েছে, যা আগে ধারণা করা সময়ের চেয়ে প্রায় ১২ কোটি বছর বেশি। মঙ্গল গ্রহের সমান আকারের কোনো বস্তুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের পর রি-মেলটিং বা গ্রহকেন্দ্রিক গলন নামের একটি মহাজাগতিক ঘটনার মাধ্যমে চাঁদের বিকাশ ঘটেছে। পৃথিবীর মহাকর্ষীয় বলের কারণে পৃথিবী থেকে দূরে সরে যাওয়ার সময় রি-মেলটিং হয়েছিল চাঁদে। তখন প্রচণ্ড উত্তাপের কারণে চাঁদের পৃষ্ঠ পরিবর্তন হয়ে যায়। এ বিষয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান্তা ক্রুজের অধ্যাপক ফ্রান্সিস নিম্মো বলেন, সেই উত্তাপের কারণে চাঁদের শিলার প্রকৃতি বদলে যায়। এর ফলে চাঁদের প্রকৃত বয়স জানার সুযোগ নেই।
কয়েক দশক ধরে বিজ্ঞানীরা চাঁদের বয়স নিয়ে বেশ বিভ্রান্তিতে রয়েছেন। এত দিন বিজ্ঞানীরা ধারণা করতেন, ৪৩৫ কোটি বছর আগে সংঘর্ষের মাধ্যমে চাঁদের বিকাশ শুরু হয়েছে। কিন্তু নতুন গবেষণার বলা হয়েছে, ৪৩৫ কোটি বছর আগে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হতে যাওয়া বৃহৎ মহাকাশীয় বস্তুর অভাব ছিল। শুধু তা–ই নয়, চাঁদ থেকে সংগ্রহ করা জিরকনের মতো খনিজের বয়স সম্পর্কেও নতুন তথ্য পাওয়া গেছে। আগে এসব খনিজের গঠন চাঁদের বিকাশের সময় হয়েছিল বলে ধারণা করা হলেও এগুলোর বয়স আরও কম। পৃথিবীর মাধ্যাকর্ষণ চাঁদের কক্ষপথকে প্রসারিত করে এবং চাপ দেয়, যার ফলে এটি নাটকীয়ভাবে উত্তপ্ত হয়।
বিজ্ঞানীদের তথ্যমতে, বৃহস্পতি ও তার চাঁদের মধ্যেও অনুরূপ উত্তাপের প্রভাব দেখা যায়। মহাকর্ষীয় চাপের কারণে বৃহস্পতির চাঁদও উত্তপ্ত হয়েছিল। ভবিষ্যতের অভিযান থেকে চাঁদের বয়স সম্পর্কে প্রকৃত তথ্য জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
সূত্র: এনডিটিভি