বিজ্ঞান উৎসবে নিজেদের তৈরি প্রকল্প দেখাচ্ছে শিক্ষার্থীরা
বিজ্ঞান উৎসবে নিজেদের তৈরি প্রকল্প দেখাচ্ছে শিক্ষার্থীরা

হলি ক্রস কলেজে বিজ্ঞান উৎসব

খুদে বিজ্ঞানীদের চমকপ্রদ প্রকল্পের প্রদর্শনী

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে রাজধানীর হলি ক্রস কলেজে শুরু হয়েছে দুই দিনের আন্তকলেজ বিজ্ঞান উৎসব। হলি ক্রস কলেজ সায়েন্স ক্লাব আয়োজিত এ উৎসবে বিজ্ঞান ও প্রযুক্তির নানা চমক প্রদর্শন করেছে রাজধানীর প্রায় ৫০টি কলেজের ১ হাজারের বেশি শিক্ষার্থী। কলেজ প্রাঙ্গণজুড়ে আয়োজিত এ উৎসবে বিজ্ঞানবিষয়ক নানা প্রকল্প প্রদর্শনীর পাশাপাশি গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও মনোবিজ্ঞান অলিম্পিয়াডেরও আয়োজন করা হয়।

আজ শুক্রবার সকালে কলেজ প্রাঙ্গণে বিজ্ঞান উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল, পাট থেকে প্লাস্টিকের বিকল্প সোনালি ব্যাগের উদ্ভাবক বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান ও অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।

উৎসবে কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে জলবায়ুবিষয়ক সমস্যা সমাধানের প্রকল্প প্রদর্শন করে রাজউক উত্তরা মডেল কলেজের তিন শিক্ষার্থী—শাহরিয়ার সিদ্দিক, আহনাফ হোসাইন ও স্মিথা হোসেন। আরডিনো কিনোস্টাট নামের প্রোগ্রামিং–নির্ভর প্রকল্প প্রদর্শন করে সেঁজুতি তাবাসসুম ও সিদরাতুল মুনতাহা নামের দুই শিক্ষার্থী।

হলি ক্রস কলেজ সায়েন্স ক্লাবের প্রেসিডেন্ট সামিহা মুত্তাকীয়া জানান, বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ বিজ্ঞান উৎসবে প্রকল্প প্রদর্শনীর পাশাপাশি বিজ্ঞানের নানা বিষয়ে স্ক্র্যাপবুক, দেয়ালচিত্রও প্রদর্শন করা হচ্ছে।

বিজ্ঞান উৎসবের অংশ হিসেবে হলি ক্রস কলেজের পুরো ক্যাম্পাসজুড়েই বিজ্ঞানবিষয়ক নানা পোস্টার দেখা গেছে। উৎসবে অংশ নেওয়া সব শিক্ষার্থী পেয়েছে কিশোর আলো ও বিজ্ঞান চিন্তা উপহার। বিজ্ঞান উৎসব আয়োজনে সহযোগিতা করছে তীর (সিটি গ্রুপ), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, গোল্ডমার্ক, জা এন জি, গো গ্রিন, প্রথমা প্রকাশন ও যমুনা টিভি।