সন্তানের মনোযোগ কম থাকার বিষয়ে হরহামেশাই অভিযোগ করেন অনেক অভিভাবক। তাঁদের দাবি, সন্তান পড়তে বসলেই অন্য কিছু নিয়ে চিন্তা করে। বিশেষ করে পড়ার টেবিলে তাদের মন বসতেই চায় না। অভিভাবকদের এ অভিযোগের কারণ খতিয়ে দেখার পাশাপাশি শিশুদের মনোযোগ বিভ্রান্ত বা বিক্ষিপ্ত হওয়ার কারণ জানার চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, শিশুদের নির্দিষ্ট কাজে মনোযোগ দিতে বেশ কষ্ট হয়। অনেক কিছু জানার বা করার প্রবণতার কারণেই মূলত শিশুরা নির্দিষ্ট একটি কাজে নিজেদের ব্যস্ত রাখতে পারে না। সাইকোলজিক্যাল সায়েন্স জার্নালে শিশুদের মনোযোগের ধরন নিয়ে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গবেষণায় চার থেকে ছয় বছর বয়সী শিশুরা অংশ নেয়। গবেষণায় দেখা গেছে, মানসিক বিকাশের পর্যায়ে শিশুদের স্মৃতিশক্তির সীমাবদ্ধতা থাকে, এতে মনে হয়, শিশুদের বোঝার অভাব বা মনোযোগের সীমাবদ্ধতা রয়েছে। এমন আচরণ আসলে তাদের জ্ঞানসংক্রান্ত বিকাশের একটি স্বাভাবিক প্রক্রিয়া। শিশুদের মস্তিষ্ক পরিপক্ব হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মনোযোগ দেওয়ার দক্ষতা বিকশিত হয়। ধীরে ধীরে শিশুরা প্রাসঙ্গিক তথ্যকে অগ্রাধিকার দিতে শেখে।
গবেষকদের তথ্যমতে, শিশুরা সাধারণত কৌতূহলের অংশ হিসেবে অনেক কিছু জানতে চায়, এতে তাদের মনোযোগ বিক্ষিপ্ত থাকে। কোনো কাজ ভালোভাবে বোঝার বিষয়টি এ বয়সে যথেষ্ট বিকশিত হয় না বলে তাদের মনোযোগ কম বলে মনে হয়। এ বিষয়ে মনোবিজ্ঞানী ভ্লাদিমির স্লাউটস্কি বলেন, শিশুরা একটি কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনের চেয়ে বেশি তথ্য সংগ্রহ করা থেকে নিজেদের বিরত রাখতে পারে না। এমনকি যখন তারা জানে যে তাদের কী প্রয়োজন।
সূত্র: এনডিটিভি