মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠাবে স্পেসএক্স
মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠাবে  স্পেসএক্স

মঙ্গল গ্রহে কবে যাবে স্পেসএক্সের মহাকাশযান

আগামী কয়েক বছরের মধ্যে মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন স্পেসএক্স, টেসলাসহ খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। এবার এক্সে দেওয়া এক পোস্টে ইলন মাস্ক জানিয়েছেন, স্পেসএক্স আগামী দুই বছরের মধ্যে মঙ্গল গ্রহে পাঁচটি মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করেছে। মহাকাশযানগুলো নিরাপদে অবতরণ করতে পারলে আগামী চার বছরের মধ্যে মঙ্গল গ্রহে মানুষসহ মহাকাশযান পাঠানো হবে। তবে চ্যালেঞ্জের সম্মুখীন হলে মানুষসহ মহাকাশযান পাঠানোর সময় দুই বছর পেছাতে পারে।

এক্স পোস্টে স্পেসএক্সের পরিকল্পনা তুলে ধরে ইলন মাস্ক জানান, পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য একটা ভালো সুযোগ তৈরি হয় যখন দুটি গ্রহ সারিবদ্ধ অবস্থায় থাকে। দুই বছর পরপর এমনটি ঘটলেও মঙ্গল গ্রহে যাওয়া খুব সহজ না। অবতরণের সময় যা–ই ঘটুক না কেন, স্পেসএক্সের প্রতিটি অভিযান দ্রুত হবে।

মঙ্গল গ্রহে মানুষসহ মহাকাশযান পাঠানোর জন্য একজন মহাকাশ ভ্রমণকারী খুঁজছে স্পেসএক্স। এ বিষয়ে ইলন মাস্ক জানান, আমরা মঙ্গল গ্রহে যাওয়ার জন্য একজন মহাকাশ ভ্রমণকারী খুঁজছি। আপনি বা আপনার পরিবারের সদস্য বা বন্ধু—যে কেউ দুর্দান্ত এই দুঃসাহসিক অভিযানের স্বপ্ন দেখতে পারেন। হাজার হাজার স্টারশিপ মঙ্গল গ্রহে যাবে। তা দেখতে গৌরবময় দৃশ্য হবে।

দীর্ঘদিন ধরেই মানুষের বিকল্প আবাস হিসেবে মঙ্গল গ্রহের কথা বলছেন ইলন মাস্ক। তিনি মনে করেন, মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ে তোলা সম্ভব হলে পারমাণবিক যুদ্ধ বা কোনো ভাইরাসের কারণে পৃথিবীতে বিপর্যয়মূলক পরিস্থিতি তৈরি হলেও মানবজাতি টিকে থাকবে।

সূত্র: ফক্স বিজনেস