মাইক্রোসফট তাদের বিং সার্চ ইঞ্জিনকে জনপ্রিয় করতে বিতর্কিত এক কৌশল ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। নতুন এ কৌশলে মাইক্রোসফট অ্যাকাউন্টে নিবন্ধন না করা কোনো ব্যক্তি বিং সার্চ ইঞ্জিনে প্রবেশ করে ‘গুগল’ লিখে অনুসন্ধান করলে গুগল সার্চ ইঞ্জিন চালু না করে নিজেদের তৈরি গুগল পেজ প্রদর্শন করছে মাইক্রোসফট। এর ফলে ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকেই বিভ্রান্ত হয়ে পুনরায় বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করতে থাকেন।
বিং সার্চ ইঞ্জিনে প্রদর্শিত গুগলের আদলে তৈরি পেজটিতে গুগল ডুডলের ছবি, সার্চ বার এবং নিচে বিভিন্ন ফলাফল প্রদর্শন করা হয়। এর কারণে ফলাফলের ওপরে থাকা বিং সার্চ ইঞ্জিনের সার্চ বারটি দেখা যায় না। গুগল–সম্পর্কিত সার্চ ফলাফল দেখানো হলেও পেজটির ওপরের অংশের নকশার কারণে ব্যবহারকারীরা বিভ্রান্ত হয়ে থাকেন।
বিশেষজ্ঞদের মতে, নতুন ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এটি মাইক্রোসফটের এক কৌশল। যেসব ব্যবহারকারী মাইক্রোসফট এজ ব্রাউজারের মাধ্যমে গুগলে প্রবেশের চেষ্টা করেন, তাঁদের বিং সার্চ ইঞ্জিনে ব্যবহারে অভ্যস্ত করতেই এ কৌশল ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।
গুগলের ক্রোম বিভাগের প্রধান পারিসা তাবরিজ মাইক্রোসফটের এই কৌশলের কড়া সমালোচনা করেছেন। খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘অনুকরণ হয়তো প্রশংসার নিদর্শন হতে পারে, তবে মাইক্রোসফটের এই কৌশল ব্যবহারকারীদের বিভ্রান্ত করার পাশাপাশি তাঁদের পছন্দ সীমিত করার আরেকটি দৃষ্টান্ত।’
বিশেষজ্ঞদের ধারণা, মাইক্রোসফটের এই কৌশল ব্যবহারকারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নতুন কম্পিউটার ব্যবহারকারীরা বিং ও গুগলের পার্থক্য বুঝতে না পারলেও ভবিষ্যতে এ কৌশলের কারণে বিং সম্পর্কে তাঁদের অভিজ্ঞতা খারাপ হবে।
সূত্র: দ্য ভার্জ