প্রশ্নোত্তর

ল্যাপটপের গতি বাড়াতে সফটওয়্যার ও যন্ত্রাংশ হালনাগাদ করতে হবে

প্রশ্ন

প্রশ্ন: আমার ল্যাপটপের কি–বোর্ডের A ও Z অক্ষর দুটি কাজ করছে না। ল্যাপটপটি শুরু থেকেই খুব ধীরগতিতে কাজ করে। কি–বোর্ডের সমস্যার সমাধান কী?  কীভাবে ল্যাপটপটির গতি বাড়াব?

কাজী জাহাঙ্গীর আহমেদ

উত্তর: ল্যাপটপের সঙ্গে আলাদা কি–বোর্ড যুক্ত করে দেখতে হবে A ও Z অক্ষর দুটি কাজ করছে কি না। যদি আলাদা কি–বোর্ডে অক্ষর দুটি লেখা যায়, তবে আপনার ল্যাপটপের কি–বোর্ডে সমস্যা রয়েছে। মেরামতকেন্দ্রে ল্যাপটপটি নিয়ে এ সমস্যার সমাধান করতে হবে। ল্যাপটপের গতি বাড়ানোর জন্য সফটওয়্যার ও যন্ত্রাংশ হালনাগাদ করতে হবে।

 উত্তর দিয়েছেন—মেহেদী হাসান

কম্পিউটার হার্ডওয়্যার প্রকৌশলী

 

প্রশ্ন পাঠাতে

প্রিয় পাঠক, কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যারসহ তথ্যপ্রযুক্তির যেকোনো সমস্যার কথা লিখে পাঠাতে পারেন টেক–বার্তায়। আপনাদের প্রশ্নের উত্তর দেবেন বিশেষজ্ঞরা। প্রশ্ন পাঠানোর ঠিকানা: টেক–বার্তা, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫  ই–মেইল: techbarta@prothomalo.com