সংবাদ সম্মেলন সিস্টেমআই টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ
সংবাদ সম্মেলন সিস্টেমআই টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ

উদ্যোক্তাদের প্রযুক্তি সেবা দিচ্ছে সিস্টেমআই টেকনোলজিস

ছোট–বড় সব উদ্যোক্তাদের জন্য একই জায়গায় বিভিন্ন প্রযুক্তিসেবা পাওয়ার সুযোগ চালু করেছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড। নতুন এ উদ্যোগের আওতায় উদ্যোক্তারা www.systemeye.net ঠিকানার ওয়েবসাইট থেকে ডিজিটাল বিপণন, ওয়েবসাইট তৈরি, প্রযুক্তিপণ্য কেনাসহ ডিজিটাল কনটেন্ট তৈরি করতে পারবেন। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদ সম্মেলনে সিস্টেমআই টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ‘ছোট ও মাঝারি উদ্যোক্তাদের সাধারণত প্রযুক্তি খাতে বাজেট কম থাকে। আমরা চেষ্টা করেছি, নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো যেন তাদের স্বল্প বাজেটের মধ্যে সব ধরণের প্রযুক্তিসেবা গ্রহণ করতে পারে।’

সিস্টেমআই টেকনোলজিসের হেড অব অপারেশন আরিফুল ইসলাম বলেন, নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরুর সময় বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন। ফলে তাঁরা সিদ্ধান্ত নিতে ভুল করেন। একই জায়গায় বিভিন্ন প্রযুক্তিসেবা পাওয়ার সুযোগ থাকায় তাঁরা উপকৃত হবেন।