দূর থেকে অপারেশন করতে সক্ষম রোবটেরও দেখা মিলেছে সম্মেলনে
দূর থেকে অপারেশন করতে সক্ষম রোবটেরও দেখা মিলেছে সম্মেলনে

ছবিতে বিশ্ব রোবট সম্মেলন

চীনের বেইজিংয়ে চলছে বিশ্ব রোবট সম্মেলন। গতকাল বুধবার শুরু হওয়া এ সম্মেলন চলবে ২২ আগস্ট পর্যন্ত। সাত দিনের এ সম্মেলনে নিজেদের তৈরি রোবট প্রদর্শন করছে বিভিন্ন প্রতিষ্ঠান। মানুষের আদলে তৈরি রোবটের পাশাপাশি দূর থেকে অপারেশন করতে সক্ষম রোবটেরও দেখা মিলেছে সম্মেলনে। সম্মেলনে দর্শকদের আগ্রহের শীর্ষে থাকা কয়েকটি রোবটের কার্যক্রম দেখে নেওয়া যাক।

একাধিক হাতযুক্ত রোবট দেখছেন দর্শনার্থীরা
এএফপি
সাইবার ওয়ান রোবট
এএফপি
প্রজাপতির আদলে তৈরি রোবট
প্রথম দেখায় বিড়ালছানা বলে ভুল হতেই পারে। আসলে এটি একটি রোবট
গাড়ি তৈরিতে ব্যবহৃত রোবটবাহু দেখছে এক খুদে দর্শনার্থী
রোবটের মাধ্যমে দূর থেকে অপারেশন করার পদ্ধতি দেখাচ্ছেন এক ব্যক্তি