সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু পোস্ট ও ভিডিওতে দাবি করা হচ্ছে, আইওএস কিংবা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ইনস্টাগ্রাম অ্যাপে প্রিসাইজ লোকেশন বা সুনির্দিষ্ট অবস্থান অপশনটি চালু করে মাধ্যমটিতে কিছু পোস্ট করলে অন্য ব্যবহারকারীরা পোস্টদাতার নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান জানতে পারবে। যেখানে আরও বলা হয়েছে যে সম্ভবত ইনস্টাগ্রাম অ্যাপ অথবা আইওএস অপারেটিং সিস্টেমের হালনাগাদের পর থেকে এমনটা হচ্ছে।
তবে অন্য ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থানের তথ্য প্রদর্শনের বিষয়টি মিথ্যা দাবি করে ইনস্টাগ্রামের পক্ষ থেকে জানানো হয়, প্রিসাইজ লোকেশন অপশনটি অন্য ব্যবহারকারীদের সঙ্গে অবস্থানগত তথ্য শেয়ার করে না।
২০২০ সালে আইওএস১৪ এবং ২০২১ সালে অ্যান্ড্রয়েড১২ হালনাগাদের পর থেকে প্রিসাইজ লোকেশন অপশনটি ব্যবহার করা যায়। যা চালু করে রাখলে মুঠোফোনের কিছু অ্যাপে আরও সঠিক ও সুনির্দিষ্ট অবস্থান দেখা যায়। বিশেষ করে উবার বা খাবার পৌঁছে দেওয়ার নানা অ্যাপের ক্ষেত্রে সঠিক অবস্থান জানাটা খুব জরুরি। তবুও প্রথমবার চালু হওয়ার পর এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছিল। অনেকে এটা পছন্দও করেন। কারণ, অপশনটি চালু রাখার অর্থ হচ্ছে, একজন ব্যবহারকারী কিছু অ্যাপের ক্ষেত্রে নির্দিষ্ট অবস্থান জানতে দিচ্ছে। আর বন্ধ থাকার অর্থ হলো নির্দিষ্ট অবস্থান জানতে পারবে না। জানতে পারবে শুধু আনুমানিক অবস্থান বা অ্যাপ্রোক্সিমেট লোকেশন। এতে ব্যবহারকারী প্রয়োজনমাফিক গোপনীয়তার বিষয় নির্ধারণ করতে পারবে।
বিবিসি নিউজের পক্ষে ভাইরাল পোস্ট ও ভিডিও সম্পর্কে জানতে চাওয়া হলে ইনস্টাগ্রাম থেকে কিছু বলা হয়নি। তবে এ নিয়ে মাধ্যমটি টুইট করেছে। ইনস্টাগ্রামের জনসংযোগ দল ইনস্টাগ্রাম কমনস টুইটে জানিয়েছে, তাঁরা ব্যবহারকারীদের অবস্থান অন্য ব্যবহারকারী ও সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে ভাগাভাগি করে না। প্রিসাইজ লোকেশন শুধু 'লোকেশন ট্যাগ' ও ম্যাপস সেবার জন্য ব্যবহার করা হয়।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বিষয়টি আরও খোলাসা করে ওই টুইটে প্রত্যুত্তরে বলেন, অবস্থানগত সেবাটি ইনস্টাগ্রাম অ্যাপের নয়; বরং মুঠোফোনের (আইওএস১৪ ও অ্যান্ড্রয়েড১২ হালনাগাদ)। তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের অবস্থান অন্যদের সঙ্গে ভাগাভাগি করি না।’
সূত্র: বিবিসি