প্রযুক্তি অনুরাগীদের অপেক্ষার পালা অবশেষে শেষ হচ্ছে। ৫ থেকে ৮ জানুয়ারি চার দিনব্যাপী কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস) বসছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস কনভেনশন সেন্টারে। ২০২০ সালের পর এবারই সশরীর বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিকস পণ্যের এই প্রদর্শনী হচ্ছে। বছরজুড়ে দুনিয়ার বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কী ধরনের পণ্য আনবে, তার ধারণা পাওয়া যায় সিইএস থেকে। এ বছরের এই প্রদর্শনীর থিম হলো মানব নিরাপত্তা (হিউম্যান সিকিউরিটি), যা মানুষের খাদ্য বা স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগকে বোঝায়।
এরই মধ্যে ২ হাজার ৮০০-র বেশি প্রতিষ্ঠান এই মেলায় নিবন্ধন করেছে। এর মধ্যে স্যামসাং, অ্যামাজন, গুগল, এলজি, মাইক্রোসফট, সনি, প্যানাসনিক ও আসুসের মতো বড় বড় নামও রয়েছে। তবে অ্যাপল কম্পিউটার থাকছে না। এ ছাড়া স্টার্টআপসহ অনেক ছোট কোম্পানি এতে অংশ নেবে। এবারই প্রথম বাংলাদেশ থেকে প্রথম কোম্পানি হিসেবে অংশ নিচ্ছে ওয়ালটন।
কিছু বড় কোম্পানি এই প্রদর্শনীতে কী পণ্য উন্মুক্ত করবে, সে ব্যাপারে মুখ খুলছে না। তবে কোনো কোনো প্রতিষ্ঠান আবার প্রকাশ করেছে। যেমন সনি একটি গাড়ির ভিডিও প্রকাশ করে বলেছে, ‘৪ জানুয়ারি লাস ভেগাসে দেখা হচ্ছে।’ জাপানি এই প্রতিষ্ঠান ২০২৫ সাল থেকে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন ও বিপণন করতে স্বদেশি হোন্ডা কোম্পানির সঙ্গে চুক্তি করেছে।
এ ছাড়া প্লেস্টেশন ৫-এর জন্য সনির ভার্চ্যুয়াল রিয়েলিটি হেডসেট প্লেস্টেশন ভিআর২ ফেব্রয়ারিতে বাজারে আসার কথা। এটিও সিইএসে দেখানো হবে বলে ধারণা করা হচ্ছে।
আসুস এ প্রদর্শনীতে ত্রিমাত্রিক ওএলইডি ল্যাপটপ কম্পিউটার উন্মুক্ত করবে বলে গুঞ্জন রয়েছে। আসুস গত ডিসেম্বরে এ–সংক্রান্ত একটি টিজারও প্রকাশ করেছিল। এ ছাড়া ডেল, এইচপি ও লেনোভো গেমিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে এমন নতুন টু-ইন-ওয়ান ল্যাপটপ বা মনিটর আনবে বলে আশা করা হচ্ছে। সিইএস ২০২৩–এর জন্য অ্যামাজনের ডেডিকেটেড ওয়েব পেজ থাকলেও কোম্পানিটি তাদের পণ্য সম্পর্কে কিছু বলেনি।
সূত্র: ডেইলি মেইল