মোবাইল রিচার্জ সুবিধা চালু করেছে ট্যাপট্যাপ সেন্ড
মোবাইল রিচার্জ সুবিধা চালু করেছে ট্যাপট্যাপ সেন্ড

ট্যাপট্যাপ সেন্ডে রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি মোবাইল রিচার্জও করা যাবে

রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি মোবাইল রিচার্জ সুবিধা চালু করেছে আন্তর্জাতিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান ট্যাপট্যাপ সেন্ড। এ সুবিধা কাজে লাগিয়ে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ট্যাপট্যাপ সেন্ড অ্যাপের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি পরিচিত যেকোনো ব্যক্তির মোবাইল ফোন রিচার্জ করতে পারবেন। এর ফলে প্রবাসীরা নিজেরাই প্রিয়জনদের জন্য মোবাইল ফোনের টক টাইম বা ইন্টারনেট ডেটা কিনতে পারবেন। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ট্যাপট্যাপ সেন্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এ সুবিধা চালুর ফলে প্রবাসীরা ট্যাপট্যাপ সেন্ড অ্যাপের মাধ্যমে বাংলাদেশের যেকোনো মোবাইল অপারেটরের নম্বর রিচার্জ করতে পারবেন। অ্যাপটির মাধ্যমে টক টাইম বা ইন্টারনেট ডেটা কেনার কিছুক্ষণের মধ্যেই নির্দিষ্ট নম্বরে তা ব্যবহার করা যাবে।

বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাতসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে ট্যাপট্যাপ সেন্ড অ্যাপ ব্যবহার করা যায়। দ্রুত এবং স্বচ্ছন্দে বৈদেশিক মুদ্রা দেশে পাঠানোর সুযোগ থাকায় এরই মধ্যে প্রবাসীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে অ্যাপটি। নতুন এ সুবিধা চালুর ফলে প্রবাসীরা আগের তুলনায় আরও বেশি উপকৃত হবেন।