টিকটক
টিকটক

টিকটকে আসছে নিয়ারবাই ফিড

নিয়ারবাই ফিড সুবিধা চালু করতে যাচ্ছে টিকটক। এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের আশপাশে থাকা অন্য টিকটক ব্যবহারকারীদের ভিডিও দেখতে পারবেন। ফলে অন্য দেশে বসবাসকারীদের ভিডিও দেখার বদলে স্থানীয় ব্যক্তিদের ভিডিওগুলো স্বচ্ছন্দে দেখা যাবে। এরই মধ্যে নিয়ারবাই ফিড সুবিধার কার্যকারিতা পরীক্ষা শুরু করেছে চীনের ভিডিও বিনিময়ের নেটওয়ার্কটি।

টিকটকের এক মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ এশিয়ায় বসবাসকারী নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর এ সুবিধা পরখ করা হচ্ছে। পরীক্ষায় অংশ নেওয়া ব্যবহারকারীদের টিকটক অ্যাপে ‘ফলোয়িং’ ও ‘ফর ইউ’র পাশে ‘নিয়ারবাই’ ট্যাব যুক্ত করা হয়েছে। ট্যাবটিতে ক্লিক করলেই আশপাশে থাকা টিকটক ব্যবহারকারীদের ভিডিওগুলো দেখা যাবে। ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করতেই এ উদ্যোগ।

নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা পছন্দের ভিডিও দেখার পাশাপাশি স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ভিডিও দেখতে পারবেন। অর্থাৎ আশপাশে থাকা বিভিন্ন রেস্তোরাঁর বা প্রতিষ্ঠানের তৈরি ভিডিওগুলোও সহজেই দেখা যাবে। ফলে এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবসার প্রচারণাও চালাতে পারবে বিভিন্ন প্রতিষ্ঠান।

সূত্র: টেক ক্র্যাঞ্চ