ফটোশপ বা নিজেদের অন্যান্য সফটওয়্যার ব্যবহারকারীদের তৈরি ছবি কাজে লাগিয়ে মেশিন লার্নিং প্রযুক্তির মান উন্নয়ন করছে অ্যাডোবি—বেশ কিছুদিন ধরেই বিষয়টি নিয়ে অনলাইনে চলছে তুমুল আলোচনা। কারণও আছে, এ মাসের শুরুতে নিজেদের পণ্য ব্যবহারের নতুন শর্তাবলি প্রকাশ করে অ্যাডোবি। অ্যাডোবি শর্তাবলির এক জায়গায় লেখা রয়েছে, পণ্য ও সেবার মান উন্নয়নে ব্যবহারকারীদের বিভিন্ন আধেয় বা কনটেন্ট মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করা হতে পারে।
বিষয়টি প্রথম নজরে আনে মুক্ত গ্রাফিকস সফটওয়্যার নির্মাতাদের সংগঠন ক্রিতা ফাউন্ডেশন। তাদের দাবির সপক্ষে অনলাইনে অ্যাডোবির শর্তাবলির স্ক্রিনশটও দেয় তারা। ফলে ফটোশপসহ অ্যাডোবির তৈরি অন্য সফটওয়্যার ব্যবহারকারীদের অনেকেই নিজেদের তথ্য নিরাপদ নয় বলে প্রচার করতে থাকেন।
ব্যবহারকারীদের অভিযোগ অস্বীকার করে অ্যাডোবির প্রধান পণ্য কর্মকর্তা স্কট বেলস্কি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে আমরা কখনোই সংরক্ষণ করা তথ্য ব্যবহার করিনি। এমনকি একবারের জন্য এমনটি করা হয়নি। শর্তটি মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে ছবি তৈরির জন্য নয়, বরং পণ্য ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে করা হয়েছে।’