আইওএস অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে গুগল ম্যাপসের ব্যবহার বাড়াতে নতুন দুটি সুবিধা যুক্ত করেছে গুগল। ফলে আইফোন ও কারপ্লেতে স্পিডোমিটারের মাধ্যমে গতি দেখা যাবে এবং গতিসীমাও (স্পিড লিমিট) দেখা যাবে। অবশ্য ২০১৯ সাল থেকেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারছেন। পাঁচ বছরের বেশি সময় পর আইফোন ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু হলো।
সুবিধাটি এখন সব আইওএস ব্যবহারকারী পাবেন। আইফোন ও কারপ্লেতে স্পিডোমিটার ও স্পিড লিমিট ইন্ডিকেটর দেখা যাবে। ফলে এখন গাড়ি চালানোর সময় গুগল ম্যাপসেই গতিসীমা দেখতে পারবেন ব্যবহারকারীরা। গুগল ম্যাপসের আইওএস ৬.১২৩.০ সংস্করণে প্রথম স্পিডোমিটার ও স্পিড লিমিট ইন্ডিকেটর দেখা যায়। এ সুবিধা ব্যবহারের জন্য প্রথমে ব্যবহারকারীকে অ্যাপ থেকে স্পিডোমিটার সুবিধাটি চালু করে দিতে হবে। এ জন্য গুগল ম্যাপস অ্যাপের প্রোফাইল ছবিতে ট্যাপ করার পর সেটিংসে যেতে হবে। তারপর নেভিগেশন অ্যান্ড ড্রাইভিং অপশন নির্বাচন করতে হবে। পরের পেজে স্পিডোমিটার ও স্পিড লিমিট টগল থাকবে। সেটি চালু করে দিতে হবে।
এরপর গুগল ম্যাপসের নেভিগেশন পেজের নিচে বাঁ দিকে একটি আইকনের মাধ্যমে স্পিডোমিটার ও স্পিড লিমিট ইন্ডিকেটর দেখা যাবে। এই ইন্ডিকেটরে অঞ্চলভেদে গাড়ির গতি দেখানো হবে। অর্থাৎ কোথাও প্রতি ঘণ্টায় কিলোমিটার ও কোথাও প্রতি ঘণ্টায় মাইলের হিসাব দেখা যাবে। গাড়ির গতির সঙ্গে ইন্ডিকেটরের রং পরিবর্তন হবে, তবে এলাকার নির্ধারিত গতিসীমা পেরিয়ে গেলে তা চালককে জানাবে গুগল ম্যাপস।
সূত্র: নিউজ ১৮ ডটকম