মহাকাশ থেকে পৃথিবীর সঙ্গে সেলফি তোলার উদ্যোগ নিয়েছেন নাসার সাবেক প্রকৌশলী মার্ক রোবার
মহাকাশ থেকে পৃথিবীর সঙ্গে সেলফি তোলার উদ্যোগ নিয়েছেন নাসার সাবেক প্রকৌশলী মার্ক রোবার

মহাকাশ থেকে পৃথিবীর সঙ্গে তোলা যাবে সেলফি, কীভাবে

মহাকাশ থেকে পৃথিবীর সঙ্গে সেলফি তোলার সুযোগ এবার বাস্তব রূপ পাচ্ছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাবেক প্রকৌশলী এবং ইউটিউবার মার্ক রোবার মহাকাশ থেকে পৃথিবীর সঙ্গে সেলফি তোলার এক অভিনব উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য মহাকাশে একটি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনাও করেছেন তিনি। এই স্যাটেলাইটের মাধ্যমে নির্দিষ্ট সময়ে পৃথিবীর সঙ্গে সেলফি তুলতে পারবেন আগ্রহীরা।

মার্ক রোবার ইতিমধ্যেই উদ্ভাবনী কাজে বেশ পরিচিতি পেয়েছেন। কাঠবিড়ালিদের জন্য প্রতিবন্ধকতার কোর্স চালু, বিশ্বের বৃহত্তম সুপার সকার বানানো এবং বারান্দায় চোরদের জন্য গ্লিটার বোমা উদ্ভাবন করে অনলাইনে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এবার তিনি গুগল এবং টি-মোবাইলের সহযোগিতায় মহাকাশে স্যাটেলাইট পাঠিয়ে পৃথিবীর সঙ্গে সেলফি তোলার সুযোগ দিতে কাজ শুরু করেছেন।  

দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইটটি আগ্রহীদের অবস্থান অনুযায়ী পৃথিবীর সঙ্গে সেলফি তুলে দেবে। ব্যবহারকারীদের আগে থেকেই জানিয়ে দেওয়া হবে সেলফি তোলার সঠিক সময়। ফলে চাইলে ব্যবহারকারীরা নিজেদের ছবি তোলার দৃশ্যও দেখতে পারবেন। স্যাটেলাইটটি আগামী জানুয়ারি মাসে স্পেসএক্সের মাধ্যমে মহাকাশে উৎক্ষেপণ করা হবে। উৎক্ষেপণের কয়েক মাস পর এটি সেলফি তোলা শুরু করবে।

রোবার এবং টি-মোবাইল জানিয়েছেন, সেলফি তোলার এই সুযোগ বিনা মূল্যে পাওয়া যাবে। তবে এই সুযোগ পেতে হলে আগ্রহীদের অবশ্যই রোবারের ক্রাঞ্চল্যাবস সেবা নিবন্ধন করতে হবে। ক্রাঞ্চল্যাবস শিশুদের জন্য প্রকৌশল কিট সরবরাহ করে থাকে। ক্রাঞ্চল্যাবস সেবা নিবন্ধনের জন্য ২৫ থেকে ৮০ ডলার খরচ করতে হয়।

সম্প্রতি একটি ইউটিউব ভিডিওতে রোবার জানিয়েছেন, স্যাটেলাইটটিতে দুটি ক্যামেরা যুক্ত করা হয়েছে। সেলফি তোলার জন্য ক্যামেরাগুলোর উভয় পাশে দুটি করে গুগল পিক্সেল ফোনও রয়েছে। আগ্রহীরা ৩ ডিসেম্বর থেকে এই ঠিকানা থেকে সেলফি তোলার কোড সংগ্রহ করতে পারবেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস