চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতারা র্যাম ও সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) বেশি কিনছেন। র্যাম ও এসএসডির বিক্রি বাড়লেও বাজারে অ্যান্টিভাইরাসের বিক্রি প্রায় ৩০ শতাংশ কমে গেছে। বিভিন্ন যন্ত্রাংশের সঙ্গে অ্যান্টিভাইরাস উপহার দেওয়ার কারণেই বাজারে অ্যান্টিভাইরাসের চাহিদা কমে গেছে বলে জানিয়েছেন প্রযুক্তিপণ্যের বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। এ সপ্তাহে প্রসেসরসহ সব ধরনের কম্পিউটার যন্ত্রাংশের দাম অপরিবর্তিত রয়েছে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে উল্লেখযোগ্য যন্ত্রাংশগুলোর দাম সংগ্রহ করেছেন তাসনিম মাহফুজ।
ইন্টেল: কোর আই ৯ (৫.৮০ গিগাহার্টজ (গি.হা.) ১৩ প্রজন্ম ৬৪ হাজার টাকা, কোর আই ৭ (৫.৪০ গি.হা.) ১৩ প্রজন্ম ৪৪ হাজার ৫০০ টাকা, কোর আই ৫ (৪.৮০ গি.হা.) ১৩ প্রজন্ম ২৯ হাজার ৫০০ টাকা, কোর আই ৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ২৬ হাজার ৫০০ টাকা এবং কোর আই ৩ (৩.৩০-৪.৩০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।
এএমডি: রাইজেন ৯ (৪.৫০-৫.৭০ গি. হা.) ৬৫ হাজার টাকা, রাইজেন ৭ (৪.২০-৫.০০ গি. হা.) ৫২ হাজার ৫০০ টাকা এবং রাইজেন ৫ (৩.৯০-৪. ৪০) ১৩ হাজার ৫০০ টাকা।
আসুস: টাফ গেমিং এ ৬২০এম প্লাস (ডিডিআর ৫) ২২ হাজার ৪০০ টাকা এবং এইচ ৫১০ এম (ডিডিআর ৪) ১০ হাজার ৩০০ টাকা।
গিগাবাইট: গিগাবাইট বি ৫৫০ এম অরাস এলিট গেমিং এএমডি মাদারবোর্ড ১৭ হাজার ২০০ টাকা, গিগাবাইট বি৪৫০ এম ডিএস৩এইচ ভি২ ডিডিআর ৪ এএমডি মাদারবোর্ড ১১ হাজার ৬০০ টাকা।
এমএসআই: ম্যাগ বি৭৬০ টোমাহক (ডিডিআর ৪) ২৭ হাজার ৯০০ টাকা, প্রো এইচ ৬১০ এম-জি (ডিডিআর ৪) ১১ হাজার ৮০০ টাকা।
জেইল প্রিস্টিন: ৪ গিগাবাইট (জিবি) (ডিডিআর ৩) ১ হাজার ৩৫০ টাকা।
ট্রানসেন্ড: জেড ৪ জিবি (ডিডিআর ৪) ১ হাজার ৪৫০ টাকা, জেটর্যাম ৮ জিবি (ডিডিআর ৪) ২ হাজার ৪০০ টাকা।
এডেটা: প্রিমিয়ার ৮ জিবি (ডিডিআর ৪) ২ হাজার ১০০ টাকা।
অ্যানটেক: ১৬ জিবি (ডিডিআর ৪) ৩২০০ মেগাহার্টজ ৪ হাজার ৫০ টাকা।
জিস্কিল: এজিস ৩২০০ মেগাহার্টজ ৮ জিবি (ডিডিআর ৪) ২ হাজার ৬০০ টাকা, ট্রাইডেন্ট জেড ৩২০০ মেগাহার্টজ ৮ জিবি (ডিডিআর ৪) ৩ হাজার ৯০০ টাকা।
গিগাবাইট: অরাস ১৬ জিবি (ডিডিআর ৫) ৫২০০ মেগাহার্টজ ১৪ হাজার টাকা।
সিগেট: বারাকুডা ১ টেরাবাইট (টে.বা.) ৪ হাজার ৯০০ টাকা
তোশিবা: ১ টে.বা. ৭২০০ আরপিএম ৪ হাজার ৫০০ টাকা, ৪ টে.বা. তোশিবা এক্স৩০০ ৭২০০ আরপিএম ১২ হাজার ৭৫০ টাকা।
স্যামসাং: ৮৭০ ইভো ২৫০ জিবি ৩ হাজার ৯০০ টাকা, ৯৭০ ইভো প্লাস ৫০০ জিবি ৪ হাজার ৯৯৯ টাকা।
এইচপি: এস৭০০ ১২০ জিবি এম.২ ২২৮০ ১ হাজার ৪৫০ টাকা, এস৭০০ ২৫০ জিবি ২ হাজার ২৫০ টাকা।
এইচপি: ১৮.৫ ইঞ্চি ১০ হাজার ৩০০ টাকা, ১৯.৫ ইঞ্চি ১১ হাজার ৭০০ টাকা, ২৩.৮ ইঞ্চি ২১ হাজার ২০০ টাকা, ৩২ ইঞ্চি ৩৫ হাজার ৭০০ টাকা।
ডেল: এস ই ২২২২ এইচ ২২ ইঞ্চি ১৩ হাজার ৫০০ টাকা, পি ২২২২ এইচ ২৫ হাজার ৫০০ টাকা।
এমএসআই: প্রো এমপি ২৪১ এক্স ২৩.৮ ইঞ্চি ১৫ হাজার ২০০ টাকা, মডার্ন এমডি ২৪১পি ২৩.৮ ইঞ্চি ২৭ হাজার ৭০০ টাকা।
বেনকিউ: জি-ডব্লিউ ২২৮০ ২২ ইঞ্চি ১২ হাজার ৫০০ টাকা এবং ই-ডব্লিউ ২৪৮০ ২৩.৮ ইঞ্চি ২৩ হাজার ৫০০ টাকা।
গিগাবাইট: জি-২৪ এফ ২৩ ৮ ইঞ্চি ২৪ হাজার টাকা, জি২৭ কিউ ২৭ ইঞ্চি ৩৯ হাজার ৯০০ টাকা।
এলজি: ২৭এমপি৪০০-বি ২৭ ইঞ্চি ২৫ হাজার ৭০০ টাকা, ৩২এমএল৬০০এম-বি ৩২ ইঞ্চি ৩২ হাজার টাকা, ২৪কিউপি৫৫০-বি ২৪ ইঞ্চি ৩৩ হাজার টাকা।
স্যামসাং: এম-৮ ৩২ ইঞ্চি ৯৬ হাজার টাকা, টি-৫৫ ২৭ ইঞ্চি ২৯ হাজার টাকা, টি-৩৫ ২২ ইঞ্চি ১২ হাজার ৭০০ টাকা।
গিগাবাইট: আরটিএক্স ৩০৬০ গেমিং ওসি ৮ জিবি ৪১ হাজার ৯০০ টাকা এবং আরটিএক্স ৩০৬০ ১২ জিবি ৪৪ হাজার ৫০০ টাকা।
আসুস: জিটিএক্স ১৬৩০ ৪ জিবি ১৮ হাজার ৫০০ টাকা, আরটিএক্স ৩০৫০ ভি২ ৮ জিবি ৪০ হাজার ৫০০ টাকা, আরটিএক্স ২০৬০ ৬ জিবি ৪৯ হাজার ৪০০ টাকা।
জোটেক: আরটিএক্স ৩০৫০ সলো ৮ জিবি ২৯ হাজার ৫০০ টাকা।
ইন্টেল: আর্ক এ৩৮০ ৬ জিবি ১৬ হাজার ৮০০ টাকা, আর্ক এ৭৫০ ৮ জিবি ২৮ হাজার ৫০০ টাকা, আর্ক এ৭৭০ ১৬ জিবি ৪১ হাজার ৫০০ টাকা।
এনভিডিয়া: কোয়াড্রো পি১০০০ ৪ জিবি ১৫ হাজার টাকা।
ওয়েস্টার্ন ডিজিটাল: মাই পাসপোর্ট ১ টেরাবাইট (টে.বা.) ৬ হাজার ২০ টাকা, মাই পাসপোর্ট ২ টে.বা. ৮ হাজার ১৯০ টাকা, মাই পাসপোর্ট ৪ টে.বা. ১১ হাজার ৪৫০ টাকা।
তোশিবা: ক্যানভিও বেসিক এ৫ ১ টে.বা. ৫ হাজার ৫০০ টাকা, ক্যানভিও বেসিক এ৫ ২ টে.বা. ৭ হাজার ৬০০ টাকা।
এডাটা: এইচডি ৭১০ প্রো ২ টে.বা. ৮ হাজার ৯০০ টাকা এবং এইচডি ৩৩০ ৪ টে.বা. ১৪ হাজার টাকা।
ট্রানসেন্ড: স্টোরজেট ২৫এইচ৩ ১ টে.বা. ৫ হাজার ৮৯০ টাকা, স্টোরজেট ২৫এইচ৩ ২ টে.বা. ১০ হাজার ৪০ টাকা, স্টোরজেট ২৫এইচ৩পি ৪ টে.বা. ১৪ হাজার ৪০০ টাকা।
লজিটেক: কে১২০ ৭২৫ টাকা, কে৩৮০ মাল্টি ডিভাইস ব্লুটুথ ৩ হাজার ৩৬০ টাকা, কে৩৭৫এস মাল্টি ডিভাইস ব্লুটুথ ২ হাজার ৯৯০ টাকা।
এফোরটেক: কেআরএস-৮৫ ৮১৫ টাকা, কেআরএস-৮৩ ৮১৫ টাকা, এফকে১১ ৯৫০ টাকা, এফবিকে২৫ ব্লুটুথ এবং ইউএসবি ১৭৯০ টাকা।
হ্যাভিট: কেবি২৭১ আল্ট্রা থিন ৫০০ টাকা, কেবি২৭৫এল গেমিং ৯২০ টাকা, কেবি৪৮৮এল গেমিং ১ হাজার ৫০ টাকা, কেবি ৪৮৭এল গেমিং ১ হাজার ৩৬০ টাকা।
রয়েল ক্লুজ: আরকে৭১ ডুয়াল মোড গেমিং ৩ হাজার ৯০০ টাকা, আরকে ৮৪ ট্রাই মোড গেমিং ৪ হাজার ৯০০ টাকা।
এইচপি: ডেস্কজেট ইঙ্ক অ্যাডভান্টেজ ২৭৭৫ (রঙিন) ৯ হাজার ৬৬০ টাকা, ডেস্কজেট ইঙ্ক অ্যাডভান্টেজ ৪১৭৫ (রঙিন) ১৫ হাজার ৮৪০ টাকা।
ইপসন: ইকোট্যাঙ্ক এল৩২১০ ১৯ হাজার ২০০ টাকা(রঙিন), ইকোট্যাঙ্ক এল৩২৫০ ২৪ হাজার ৩০০ টাকা(রঙিন)।
ক্যানন: পিক্সমা জি১০১০ (রঙিন) ১৫ হাজার ৯৫০ টাকা, ইমেজক্লাস এলবিপি৬০৩০ লেজার প্রিন্টার (সাদাকালো) ১৫ হাজার ৬২০ টাকা, ইমেজক্লাস এলবিপি৬০৩০ডিএন লেজার প্রিন্টার (সাদাকালো) ৩৫ হাজার ৫০ টাকা।
১ হাজার থেকে ১৪ হাজার টাকার মধ্যে।
ম্যাক্সগ্রিন: এমজি সিলভার (৬৫০ ভিএ) ৩ হাজার ৪০০ টাকা, এমজি-এলআই-ইএপি (১২০০ ভিএ) ৬ হাজার ৭৫০ টাকা।
অ্যাপোলো: ১০৬৫ এ/ ১০৬৫ (৬৫০ ভিএ) ৩ হাজার ২০০ টাকা, ১১২০এফ (১২০০ভিএ) ৬ হাজার ৬০০ টাকা এবং ১২৪০ (২০০০ ভিএ) ১১ হাজার ৮০০ টাকা।
ডিজিটাল এক্স: ৬৫০ ভিএ ৩ হাজার ২০০ টাকা, ৮৫০ ভিএ ৪ হাজার ১০০ টাকা।
ক্যাসপারস্কি: ক্যাসপারস্কি স্ট্যান্ডার্ড ১ ব্যবহারকারী অ্যান্টিভাইরাস (১ বছর) ৬০০ টাকা, ক্যাসপারস্কি স্ট্যান্ডার্ড ৩ ব্যবহারকারী অ্যান্টিভাইরাস (১ বছর) ১ হাজার ২২৫ টাকা, ক্যাসপারস্কি টোটাল সিকিউরিটি ১ ব্যবহারকারী (১ বছর) ১০০০ টাকা।
ইসেট: এনওডি৩২ অ্যান্টিভাইরাস ১ ব্যবহারকারী (১ বছর) ৪৫০ টাকা, ইন্টারনেট সিকিউরিটি ১ ব্যবহারকারী (৩ বছর) ১ হাজার ১৫০ টাকা, স্মার্ট সিকিউরিটি প্রিমিয়াম ১ ব্যবহারকারী (১ বছর) ২ হাজার ২৫০ টাকা।
বিটডিফেন্ডার: ইন্টারনেট সিকিউরিটি ১ ব্যবহারকারী (১ বছর) ৫৭৫ টাকা, টোটাল সিকিউরিটি ১ ব্যবহারকারী (১ বছর) ৮৫০ টাকা।
পান্ডা: ডোম অ্যাডভান্স ১ ব্যবহারকারী (১ বছর) ৬০০ টাকা, ডোম অ্যাডভান্স ইন্টারনেট সিকিউরিটি ৩ ব্যবহারকারী (১ বছর) ১ হাজার ৩০০ টাকা।
এখানে শুধু যন্ত্রাংশের দাম দেওয়া হয়েছে। পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে সার্ভিস চার্জ সংযোজিত হবে। ঢাকার বিভিন্ন বাজার থেকে সংগৃহীত যন্ত্রাংশের দামে হেরফের হতে পারে।