বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর ইনটেল ৪০০৪-এর অন্যতম ডিজাইনার মাসাতোশি শিমা জাপানের শিজোওকায় জন্মগ্রহণ করেন।
২২ আগস্ট ১৯৪৩
প্রথম প্রসেসর ডিজাইনার মাসাতোশি শিমার জন্ম
বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর ইনটেল ৪০০৪-এর অন্যতম ডিজাইনার মাসাতোশি শিমা জাপানের শিজোওকায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তড়িৎ প্রকৌশলী। ১৯৬৮ সালে শিমা জাপানের বুসিকমে কাজ শুরু করেন। সেখানে তিনি বিশেষায়িত একটি সিপিইউর (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) লজিক ডিজাইন করেন। ১৯৭২ সালে তিনি ইনটেলে যোগ দেন। এর আগে ১৯৭০ সালে শিমার লজিক ডিজাইনের সহযোগিতায় ইনটেল সিলিকন চিপ তৈরি করে।
২২ আগস্ট ১৯৫৫
কম্পিউটার ব্যবহারকারীদের প্রথম গ্রুপ গঠিত
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আইবিএম আয়োজিত একটি সিম্পোজিয়াম শেষ হওয়ার পর ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় র্যান্ড করপোরেশনে ১৭ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা একটি সভায় বসেন। এই ১৭টি প্রতিষ্ঠান আইবিএম ৭০৪ মেইনফ্রেম কম্পিউটারের অর্ডার দিয়েছিল। এই সভা থেকেই প্রতিষ্ঠিত হয় কম্পিউটার ব্যবহারকারীদের প্রথম গ্রুপ ‘শেয়ার’। এই নাম ঠিক করার কারণ ছিল কম্পিউটার স্থাপন করার আগে ও পরে নিজেদের মধ্যে তথ্য ও প্রোগ্রাম ভাগাভাগি করে নেওয়া। দ্রুত এই গ্রুপ বড় হয়। শেষ পর্যন্ত শেয়ার থেকে আইবিএম কম্পিউটারের জন্য নতুন সফটওয়্যার তৈরি করা হয়। আর বিভিন্ন কাজ লিপিবদ্ধ করা হয়।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি, উইকিপিডিয়া