মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

কম্পিউটার সিটির মেলা শুরু, ছাড়ে পণ্য কেনার পাশাপাশি উপহারও মিলছে

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হয়েছে ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৪’ নামের কম্পিউটার মেলা। বিসিএস কম্পিউটার সিটির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ছয় দিনের এই মেলা চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। মেলা উপলক্ষে নির্দিষ্ট পণ্য কিনলেই ক্রেতাদের নানা ধরনের উপহার দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। রয়েছে মূল্যছাড়সহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগও। আর তাই সকালে উদ্বোধনের পরপরই ক্রেতাদের বেশ ভিড় দেখা গেছে মেলা প্রাঙ্গণে।

সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, বর্তমানে প্রযুক্তি ব্যবসার ধরন বদলে যাচ্ছে, ক্রেতারা এখন উন্নত ও আধুনিক সব প্রযুক্তি পণ্যের দিকে ঝুঁকছেন। সিটি আইটি মেগা ফেয়ারের মাধ্যমে তরুণ প্রযুক্তিপ্রেমীদের নতুন নতুন সব পণ্যের সঙ্গে পরিচিতি ঘটবে। নিয়মিতভাবে মেলা আয়োজনের মাধ্যমে বিসিএস কম্পিউটার সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বিসিএস কম্পিউটার সিটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ এল মাজহার ইমাম চৌধুরী বলেন, ‘দেশের কম্পিউটার বাজার বিকাশে বিসিএস কম্পিউটার সিটি দুই যুগের বেশি সময় ধরে কাজ করছে। বর্তমানে প্রযুক্তি বাজারের পরিধি বাড়ছে, বিষয়টি মাথায় রেখে বিসিএস কম্পিউটার সিটির ব্যবসায়ীরা ক্রেতাদের সামনে আধুনিক সব পণ্য হাজির করছে। মূল্যছাড় ও নিশ্চিত উপহারের পাশাপাশি পণ্যের গুণগত মান ও গ্রাহকসেবার বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’

মেলায় কথা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ মুশফিকের সঙ্গে। নতুন ল্যাপটপ কেনার জন্য মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন মডেলের ল্যাপটপের উল্লেখযোগ্য সুবিধা পরখ করার পাশাপাশি কোন প্রতিষ্ঠান বেশি মূল্যছাড় দিচ্ছে, এ বিষয়ে তথ্য সংগ্রহ করছেন তিনি। মুশফিকের মতো আরও বেশ কিছু তরুণ-তরুণীও এসেছেন মেলায়। কয়েকজন দর্শনার্থী জানান, মূল্যছাড় ও উপহার পাওয়ার সুযোগ পেতে মেলা থেকে পণ্য কিনতে এসেছেন তাঁরা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় বিনা মূল্যে প্রবেশ করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রায়ান্স আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, গ্লোবাল ব্র্যান্ড পিএলসির পরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন খোন্দকার, ইউনাইটেড কম্পিউটার সেন্টারের ব্যবস্থাপনা অংশীদার সারোয়ার মাহমুদ খান।