ছোট আকারের ভিডিও তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে টিকটক। ব্যবহারকারী ও জনপ্রিয়তা বৃদ্ধির পাশাপাশি পাল্লা দিয়ে ভিডিও ধারণের সময় বাড়াচ্ছে চীনের ভিডিও-নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটি। শুধু তা-ই নয়, নির্মাতাদের বড় আকারের ভিডিও তৈরিতে উৎসাহ দিতে ‘ক্রিয়েটর ফান্ড’ কার্যক্রম বন্ধ করে ‘ক্রিয়েটিভিটি প্রোগ্রাম বেটা’ নামের কর্মসূচিও চালু করেছে তারা। টিকটকের তথ্যমতে, ভিডিও তৈরি করে আয় করা বা মনিটাইজেশন সুবিধা পেতে হলে নির্মাতাদের অবশ্যই নতুন এ কর্মসূচিতে যোগ দিতে হবে। তবে এই কর্মসূচিতে এক মিনিটের বেশি দৈর্ঘ্যের ভিডিও আপলোড করলেই শুধু অর্থ আয়ের সুযোগ মিলবে। টিকটকের এ সিদ্ধান্তের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক নির্মাতা।
টিকটকের নতুন পরিকল্পনার বিষয়ে নিক্কি অ্যাপোস্টলোউ নামের এক ভিডিও নির্মাতা নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এক মিনিটের বেশি দৈর্ঘ্যের ভিডিও তৈরির বিষয়বস্তু সব সময় সহজলভ্য হয় না। ছোট আকারের ভিডিও তৈরির সুযোগ থাকার কারণেই অনেক নির্মাতা টিকটকে যুক্ত হয়েছেন। কিন্তু টিকটক এখন মিনি ইউটিউব হতে চাচ্ছে।
উল্লেখ্য, টিকটকে দেড় লাখ অনুসরণকারী রয়েছে নিক্কি অ্যাপোস্টলোউয়ের। তিনি মূলত যুক্তরাষ্ট্রের ইতিহাস এবং সংস্কৃতি বিষয়ে ভিডিও তৈরি করে টিকটকে পোস্ট করেন।
বাজার বিশ্লেষকদের ধারণা, বড় আকারের ভিডিও আপলোড করা হলে ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় আরও বেশি সময় টিকটক ব্যবহার করবেন। আর এ কারণেই ছোট ভিডিওর তুলনায় বড় আকারের ভিডিওতে গুরুত্ব দিচ্ছে টিকটক। তবে এ বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন টিকটকের মুখপাত্র জ্যাকারি কাইজার। তিনি জানিয়েছেন, আগের ক্রিয়েটর ফান্ড ব্যবহারকারীদের থেকে পাওয়া মতামতের ভিত্তিতেই নতুন ক্রিয়েটিভিটি প্রোগ্রাম চালু করা হয়েছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি নির্মাতাদের আয়ের সুযোগ অব্যাহত রাখতে কাজ করছে টিকটক।
টিকটকে বর্তমানে সর্বোচ্চ ১০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও প্রকাশ করা যায়। শিগগিরই আরও বড় আকারের ভিডিও প্রকাশের সুযোগ চালু করতে যাচ্ছে টিকটক। নতুন এ সুবিধা চালু হলে সর্বোচ্চ ১৫ মিনিটের ভিডিও ধারণ করে প্রকাশ করতে পারবেন ভিডিও নির্মাতারা।
সূত্র: সিএনএন