দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা প্রায় ১৫০ কোটি অ্যাকাউন্ট মুছে ফেলার উদ্যোগ নিয়েছে টুইটার। এ উদ্যোগের আওতায় যেসব অ্যাকাউন্ট এক বছরের বেশি সময় টুইটারে লগইন হয়নি বা কোনো টুইট করেনি, সেগুলো মুছে ফেলা হবে। শিগগিরই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন টুইটারের নতুন মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।
নিষ্ক্রিয় থাকা বিপুলসংখ্যক অ্যাকাউন্ট মুছে ফেললেও টুইটারের দৈনিক ব্যবহারকারীর সংখ্যায় কোনো পরিবর্তন আসবে না। বরং অ্যাকাউন্টগুলো মুছে যাওয়ায় নতুন ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো অ্যাকাউন্ট ইউজার নেম ব্যবহারের সুযোগ পাবেন।
সম্প্রতি ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্টগুলো মুছে ফেলার কার্যক্রম শুরু করেছে টুইটার। অ্যাকাউন্টগুলো মুছে ফেলার কারণে টুইটারের অন্য ব্যবহারকারীদের অনুসারীর সংখ্যা কমে যেতে পারে বলে সবাইকে সতর্ক করেছেন ইলন মাস্ক। এক টুইটে (টুইটারে দেওয়া বার্তা) তিনি জানিয়েছেন, টুইটার বর্তমানে প্রচুর স্প্যাম বা স্ক্যাম অ্যাকাউন্ট মুছে ফেলছে। তাই ব্যবহারকারীদের অনুসরণকারীর সংখ্যা কমে যেতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া