অনলাইনে থ্রিডি (ত্রিমাত্রিক) বৈঠক করার সুযোগ দিতে নিজেদের ভিডিও সম্মেলন সফটওয়্যার মাইক্রোসফট টিমসের জন্য ক্লাউডভিত্তিক নতুন প্ল্যাটফর্ম চালু করেছে মাইক্রোসফট। ‘মাইক্রোসফট মেশ’ নামের মিক্সড রিয়েলিটিভিত্তিক প্ল্যাটফর্মটির মাধ্যমে ভিআর হেডসেটের পাশাপাশি খালি চোখেও বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন ব্যক্তির ত্রিমাত্রিক অ্যাভাটার দেখা যাবে। তবে ভিআর হেডসেট ছাড়া ত্রিমাত্রিক বৈঠকের মানে তারতম্য হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
কম্পিউটারের পাশাপাশি মেটার কোয়েস্ট ভিআর নেটওয়ার্কের মাধ্যমেও মাইক্রোসফট মেশ প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে। প্ল্যাটফর্মটিতে ত্রিমাত্রিক বৈঠক করার জন্য ভার্চ্যুয়াল বিভিন্ন স্থান তৈরি করা হয়েছে। ফলে মাইক্রোসফট মেশ নেটওয়ার্কের মাধ্যমে ভার্চ্যুয়াল স্থানগুলোতে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ত্রিমাত্রিক বৈঠক করা যাবে। কোনো প্রতিষ্ঠান চাইলে নিজেদের মতো করে নতুন স্থানও তৈরি করতে পারবেন।
মাইক্রোসফট মেশ প্ল্যাটফর্মে ত্রিমাত্রিক বৈঠকের সময় মূলত বিভিন্ন ব্যক্তির ত্রিমাত্রিক অ্যাভাটার দেখা যাবে। অ্যাভাটারগুলোর মাধ্যমে বৈঠক চলাকালীন সময়ে সরাসরি প্রতিক্রিয়াও জানানো যাবে। মাইক্রোসফট জানিয়েছে, জনপ্রিয় গেম ইঞ্জিন ইউনিটির ওপর ভিত্তি করে মেশ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।
মাইক্রোসফট টিমসের বিজনেস সংস্করণ ব্যবহারকারীরা বিনা মূল্যে মেশ প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। তবে মেশ প্ল্যাটফর্মে নিজেদের পছন্দমতো থ্রিডি স্পেস তৈরির জন্য মাইক্রোসফট টিমসের প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করতে হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনগ্যাজেট