বাংলাদেশের বাজারে বিদেশি ১০ ব্র্যান্ডের স্মার্ট ঘড়ি, হেডফোন, নেকব্যান্ড, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ স্পিকারসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য নিয়ে এসেছে ডিএক্স গ্রুপ। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে ডিএক্স গ্রুপের চেয়ারম্যান ডি এম মজিবর রহমান বলেন, ‘আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের সেরা মানের প্রযুক্তিপণ্য দেশের মানুষের কাছে সহজলভ্য করতে আমরা চেষ্টা করছি। দেশের প্রযুক্তিপ্রেমীদের জন্য ব্র্যান্ডগুলোর নতুন প্রযুক্তিপণ্য নিয়মিত উন্মুক্ত করা হবে।’
ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, ‘আমরা জনপ্রিয় ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য তরুণদের হাতে তুলে দিতে চাই। এ জন্য আমরা আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য দেশের বাজারে নিয়ে এসেছি।’
অনুষ্ঠানে শাওমি, বোট, কিউসিওয়াই, অ্যামাজফিট, ওয়ানমোর, প্রোমেট, ট্যাগ, ইজভিজ, রিভারসং এবং এনারজাইজার ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য দেশে আনার ঘোষণা দেওয়া হয়।