বয়স যাচাই করতে ভিডিও সেলফি সংগ্রহ করবে ইনস্টাগ্রাম
বয়স যাচাই করতে ভিডিও সেলফি সংগ্রহ করবে ইনস্টাগ্রাম

বয়স যাচাই কার্যক্রমের পরিধি বাড়াল ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামের নীতিমালা অনুযায়ী, অ্যাকাউন্ট খোলার সর্বনিম্ন বয়স ১৩ বছর। কিন্তু ভুয়া জন্মতারিখের মাধ্যমে ১৩ বছরের কম বয়সী অনেকেই ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক মাধ্যমটিতে অ্যাকাউন্ট খুলে থাকে। শুধু তা-ই নয়, নিজেদের প্রাপ্তবয়স্ক হিসেবে পরিচয়ও দেয় তারা। সমস্যা সমাধানে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল তৈরি করেছে ইনস্টাগ্রাম। গত বছর টুলটি কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যবহারকারীদের বয়স যাচাই করা হয়। এবার ইউরোপের বিভিন্ন দেশসহ মেক্সিকো, কানাডা, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও জাপানে বসবাসকারী কিশোর-কিশোরীদের বয়স যাচাই শুরু করেছে ইনস্টাগ্রাম। শিগগির অন্য দেশগুলোতেও এ কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।

নতুন এ কার্যক্রমের আওতায় দেশগুলোতে বসবাসকারী কিশোর-কিশোরীদের কাছ থেকে ভিডিও সেলফি সংগ্রহ করবে ইনস্টাগ্রাম। এরপর ভিডিও সেলফিতে থাকা চেহারা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুলের মাধ্যমে পর্যালোচনা করলেই কিশোর-কিশোরীদের প্রকৃত বয়স সম্পর্কে ধারণা পাওয়া যাবে। বয়স যাচাইয়ের পর ভিডিও সেলফিগুলো মুছে ফেলা হবে।

মেটার তথ্যমতে, বয়স যাচাইয়ের এই পদ্ধতি প্রায় ৯৬ শতাংশ কার্যকর। ফলে সহজেই ১৮ বছরের কম বয়সী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে। এর মাধ্যমে নির্দিষ্ট অ্যাকাউন্টগুলোতে কিশোর-কিশোরীদের উপযোগী কনটেন্ট প্রদর্শন করতে পারছে ইনস্টাগ্রাম।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া