প্রযুক্তির এই দিনে: ২২ জুলাই

নিজেদের মন্দা কাটাতে ওএস ৮ আনল অ্যাপল

নিজেদের মেকিন্টোশ কম্পিউটারের জন্য নতুন অপারেটিং সিস্টেমের ঘোষণা দেয় অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড। এর নাম ওএস ৮।

ও্স ৮ নিয়ে শুরুতেই গ্রাহকদের ইতিবাচক মনোভাব দেখান গ্রাহকেরা
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

২২ জুলাই ১৯৯৭
অ্যাপলের ওএস ৮
নিজেদের মেকিন্টোশ কম্পিউটারের জন্য নতুন অপারেটিং সিস্টেমের ঘোষণা দেয় অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড। এর নাম ওএস ৮।
সেই সময়ে অ্যাপলের জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ ছিল। কারণ, তখন অ্যাপলের উচ্চপর্যায়ের ব্যবস্থাপনায় সমস্যা হচ্ছিল। পাশাপাশি কোম্পানির লাভ কমে যাচ্ছিল উল্লেখযোগ্য হারে।

ওএস ৮ অপারেটিং সিস্টেমে ইন্টারনেট যোগ যুক্ত করা হয়, পাশাপাশি অপারেটিং সিস্টেমের বিভিন্ন আইকনে ত্রিমাত্রিক গ্রাফিকস দেখা যায়। বাজারে ছাড়ার ঘোষণার পরপরই ওএস ৮ সম্পর্কে ব্যবহারকারীরা ইতিবাচক মন্তব্য করেন।

যদিও এটি দিয়ে আর্থিক সমস্যা পুরোপুরি মিটবে, এমন আশা করেনি অ্যাপল। কারণ, আইবিএম ঘরানার পার্সোনাল কম্পিউটারের জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে দ্রুত উন্নত করছিল প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট করপোরেশন। তবে ওএস ৮ এসে উইন্ডোজকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। তাই ওএস ৮ অ্যাপলের ব্যবসায় একটি বড় বাঁকবদল।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি