পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অতিথিরা
পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অতিথিরা

ই-ক্যাবের ‘ইকমা’ পুরস্কার পেল ৩৪ প্রতিষ্ঠান

দেশের ই-কমার্স খাতে অবদান রাখায় ২৭টি ক্যাটাগরিতে ৩৪টি প্রতিষ্ঠানকে ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ডস (ইকমা) পুরস্কার দিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘খুবই অল্প সময়ে ই-ক্যাব বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাত হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। ই-কমার্সের মাধ্যমে আমাদের দেশের নারীরা নিজেদের স্বাবলম্বী করছেন। ই-কমার্সের প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে।’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ সফলভাবে বাস্তবায়নের অন্যতম কারিগর ই-ক্যাব। যখন পেঁয়াজের দাম ২০০ টাকা উঠে গেল, তখন আমরা টিসিবির পেঁয়াজ ই-ক্যাবের মাধ্যমে অনলাইনে বিক্রি করেছি। কোরবানির পশুও অনলাইনে বিক্রি করেছি। তবে এই পথে আমাদের আরও অনেক দূর যেতে হবে।’

পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো দারাজ বাংলাদেশ লিমিটেড (ই-কমার্স মার্কেট-প্লেস), চালডাল লিমিটেড (প্ল্যাটফর্ম ফর গ্রসারি অ্যান্ড ডেইলি নিডস), রকমারি ডটকম (সেকটোরিয়াল ই-কমার্স বুক), শপআপ (সেকটোরিয়াল ই-কমার্স বিটুবি), পিকাবু (সেকটোরিয়াল ই-কমার্স ইলেকট্রনিকস), সাজগোজ লিমিটেড (ফ্যাশন অ্যান্ড বিউটি ই-কমার্স), আরোগ্য লিমিটেড (হেলথ টেক প্ল্যাটফর্ম), বিক্রয় ডটকম লিমিটেড (ক্লাসিফায়েড ই-কমার্স প্ল্যাটফর্ম), টেন মিনিটস স্কুল (এডু টেক প্ল্যাটফর্ম), একশপ (ক্রস বর্ডার প্ল্যাটফর্ম), স্টিডফাস্ট কুরিয়ার লিমিটেড (ইমার্জিং লজিস্টিকস নেটওয়ার্ক), বিকাশ (এমএফএস ফর ই-কমার্স), নগদ (পেমেন্ট সলিউশন প্রোভাইডার ফর ই-কমার্স), সেবা এক্সওয়াইজেড (সার্ভিস প্ল্যাটফর্ম), ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড (ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম), শেয়ারট্রিপ লিমিটেড (ট্রাভেল টেক প্ল্যাটফর্ম), ফসল ডটকম লিমিটেড (অ্যাগ্রো টেক প্ল্যাটফর্ম), উবার বাংলাদেশ লিমিটেড (রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম), লাল সবুজ ডটকম (রিজিওনাল ই-কমার্স), বাটা শু কোম্পানি (মার্কেটপ্লেস সেলার), রিবানা (এফ কমার্স সেলার), আড়ং (ব্র্যান্ড এক্সিলেন্স), সিঙ্গার বাংলাদেশ (ব্র্যান্ড এক্সিলেন্স) লিমিটেড, ওয়ালটন (ব্র্যান্ড এক্সিলেন্স), উপায় (ইনোভেটর অব দ্য ইয়ার ফর ই-কমার্স), পাঠাও লিমিটেড (লজিস্টিক নেটওয়ার্ক ফর ই-কমার্স), ডিজিবক্স লিমিটেড (লজিস্টিকস সলিউশন প্রোভাইডার), সিটি ব্যাংক (ব্যাংকিং সলিউশন ফর ই-কমার্স), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ব্যাংকিং সলিউশন ফর ই-কমার্স), ইস্টার্ণ ব্যাংক (পেমেন্ট গেটওয়ে ফর ই-কমার্স), মাস্টারকার্ড (পেমেন্ট গেটওয়ে ফর ই-কমার্স, স্কাই টেক সলিউশনস (ই-কমার্স এনাবলার), উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (ই-কমার্স এনাবলার) ও ব্রেইন স্টেশন২৩ (টেক সলিউশন প্রোভাইডার)।

ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুল ওয়াহেদসহ দেশের তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।