বাইন্যান্সের প্রতিষ্ঠাতা চাংপেং ঝাও
বাইন্যান্সের প্রতিষ্ঠাতা চাংপেং ঝাও

কারাগার থেকে মুক্তি পেলেন বাইন্যান্সের প্রতিষ্ঠাতা

ভার্চ্যুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি লেনদেনের বৃহত্তম এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রতিষ্ঠাতা চাংপেং ঝাও যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বাইন্যান্সের মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে অর্থ লেনদেনের সুযোগ করে দেওয়ার অভিযোগে অর্থ পাচার আইনে ঝাওকে চার মাসের কারাদণ্ড দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আদালত।

বাইন্যান্সের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনের সামগ্রী বিক্রিতে সহায়তা করার পাশাপাশি বিভিন্ন ধরনের সাইবার হামলা থেকে অর্থের ভাগ পাওয়ার অভিযোগও রয়েছে। আর তাই চাংপেং ঝাওকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি পাঁচ কোটি মার্কিন ডলার জরিমানাসহ ইউএস কমোডিটি ফিউচার ট্রেডিং কমিশনকে পাঁচ কোটি মার্কিন ডলার দিতে বলা হয়। শুধু তা–ই নয়, বাইন্যান্সকেও ৪৩২ কোটি মার্কিন ডলার জরিমানা করা হয়।

মার্কিন সাময়িকী ফোর্বসের শীর্ষ ধনীদের তালিকায় ২৬তম স্থানে রয়েছেন চাংপেং ঝাও। তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৫ হাজার ৭৩০ কোটি মার্কিন ডলার। ২০১৭ সালের জুলাইতে ঝাও বাইন্যান্স ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ চালু করেন। এরপর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করলেও গত বছরের নভেম্বরে পদত্যাগ করেন তিনি।
সূত্র: রয়টার্স ও কয়েন ডেস্ক