গুগল অ্যাকাউন্টের মাধ্যমে একাধিক যন্ত্রে একই অ্যাপ ব্যবহার করা যাবে
গুগল অ্যাকাউন্টের মাধ্যমে একাধিক যন্ত্রে একই অ্যাপ ব্যবহার করা যাবে

গুগল অ্যাকাউন্ট দিয়ে সব যন্ত্রে একই অ্যাপ ব্যবহার করা যাবে

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা একাধিক যন্ত্রে একই অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে ‘সিংক অ্যাপ টু ডিভাইস’ সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা নিজেদের গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত একাধিক ফোন, ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টওয়াচে একই অ্যাপ ব্যবহার করতে পারবেন। ফলে অ্যাপ ব্যবহারের সর্বশেষ তথ্য সব কটি যন্ত্রে স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে।

গুগল প্লে স্টোরের ‘ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস’ বিভাগে ক্লিক করে এ সুবিধা পাওয়া যাবে। নতুন এ সুবিধা চালু হলে বিভাগটিতে ক্লিক করলেই একই গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা সব যন্ত্রের তালিকা দেখা যাবে। পছন্দের যন্ত্র নির্বাচন করলেই ‘সিংক অ্যাপ টু ডিভাইস’ সুবিধা চালু হয়ে যাবে।

গুগল আনুষ্ঠানিকভাবে এ সুবিধা উন্মুক্ত না করলেও বেশ কিছু দেশে বসবাসকারীরা গুগল প্লে স্টোরে বিভাগটি দেখতে পারছেন বলে দাবি করেছেন। তাঁদের দাবি, ‘ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস’ বিভাগে যন্ত্র নির্বাচন করলেই ‘আপনি এই যন্ত্রে যে অ্যাপগুলো ইনস্টল করবেন, সেগুলো আপনার সিংক করা যন্ত্রে ইনস্টল করা হবে’ বার্তা দেখা যাচ্ছে।

‘সিংক অ্যাপ টু ডিভাইস’ সুবিধা চালু হলে একই সঙ্গে একাধিক ফোন বা ট্যাবলেট কম্পিউটার ব্যবহারকারীরা উপকৃত হবেন। তবে একই গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা সব যন্ত্রে একসঙ্গে কোনো অ্যাপ হালনাগাদ করা যাবে না। অর্থাৎ বর্তমানের মতোই আলাদাভাবে অ্যাপ হালনাগাদ করতে হবে।
সূত্র: গ্যাজেট৩৬০