টুইটারে শুধু ডার্ক মোড চালুর ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক
টুইটারে শুধু ডার্ক মোড চালুর ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক

টুইটারে কি শুধুই ডার্ক মোড থাকবে

রাতে বা অন্ধকার ঘরে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার করলে চোখের ওপর অতিরিক্ত চাপ পড়ে। ফলে চোখের ক্ষতি হয়। সমস্যা সমাধানে অনেকেই বিভিন্ন অ্যাপের ডার্ক মোড সুবিধা ব্যবহার করেন। এ সুবিধা চালু থাকলে ফোনে কালো রঙের পর্দায় বিভিন্ন তথ্য দেখা যায়। ফলে চোখের ওপর চাপ পড়ে না। কিন্তু এ সুবিধা এবার স্থায়ীভাবে যুক্ত হতে যাচ্ছে টুইটারে। এমনটি ঘটলে দিনে বা রাতে সব সময়ই কালো রঙের পর্দা দেখা যাবে খুদে ব্লগ লেখার সাইটটিতে।

সম্প্রতি নিজেদের লোগো থেকে নীল রঙের পাখি সরিয়ে এক্স অক্ষর যুক্ত করার পাশাপাশি কালো রঙের নতুন থিম প্রকাশ করেছে টুইটার। এ নিয়ে প্রযুক্তিবিশ্বে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এরই মধ্যে হঠাৎ করে এক টুইটে (টুইটারে দেওয়া বার্তা) ইলন মাস্ক জানিয়েছেন, টুইটারে শুধু ডার্ক মোড থাকা উচিত। এটি সব দিক বিবেচনায় ভালো।

বর্তমানে টুইটারে লাইট, ডার্ক ও ডিম মোড ব্যবহার করা যায়। ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজনমতো বিভিন্ন মোড চালু বা বন্ধ করতে পারেন। কিন্তু ইলন মাস্কের ঘোষণা অনুযায়ী ভবিষ্যতে সম্ভবত শুধু ডাক মোড ব্যবহার করা যাবে টুইটারে। ফলে ব্যবহারকারীরা বর্তমানের মতো নিজেদের ইচ্ছেমতো পর্দার রং পরিবর্তন করতে পারবেন না।

ডার্ক মোডকে ডার্ক থিমও বলা হয়। ডার্ক মোডে অ্যাপ্লিকেশনের ইন্টারফেসের পটভূমি সাধারণত কালো বা ধূসর রঙের হয়ে থাকে। ফলে লেখাগুলো স্পষ্টভাবে পড়া যায়৷ শুধু তা–ই নয়, ডাক মোর্ড চালু থাকলে ফোনের ব্যাটারিও কম খরচ হয়।
সূত্র: গ্যাজেটস নাউ