স্ক্র্যাচ প্রোগ্রামিং দিবসে শিক্ষার্থীরা
স্ক্র্যাচ প্রোগ্রামিং দিবসে শিক্ষার্থীরা

স্ক্র্যাচ দিবসে প্রোগ্রামিং ও রোবট প্রদর্শনী

ছবি ও নকশাভিত্তিক প্রোগ্রামিং ভাষা স্ক্র্যাচ কাজে লাগিয়ে খুব সহজে প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করা যায়। শিশু শিক্ষার্থীদের কাছে এ প্রোগ্রামিং ভাষা জনপ্রিয় করে তুলতে প্রতিবছর ১৩ মে বিশ্বজুড়ে স্ক্র্যাচ দিবস উদ্‌যাপন করে থাকে স্ক্র্যাচ ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডির গ্রিন সিটি সেন্টারে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), জাদুপিসি ও স্ক্র্যাচ বাংলাদেশ। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিডিওএসএন।

‘স্ক্র্যাচ ডে সেলিব্রেশন ২০২৩’ শীর্ষক এ অনুষ্ঠানে স্ক্র্যাচ প্রোগ্রামিং করার পাশাপাশি রোবট প্রদর্শনীর আয়োজন করা হয়। শুধু তা–ই নয়, স্ক্র্যাচ এক্সপেরিয়েন্স জোনে শিক্ষার্থীদের স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের বিভিন্ন খুঁটিনাটি তথ্য শেখানো হয়। রোবট অলিম্পিয়াডের স্টলে বিভিন্ন রোবটের কার্যকারিতা পরখ করারও সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত বছর বিশ্বজুড়ে ২০ কোটির বেশি শিশু স্ক্র্যাচের মাধ্যমে প্রোগ্রামিং শিখেছে।