পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে আলোচনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিও পাওয়া যায়। আর তাই একে অপরের হালনাগাদ তথ্য জানতে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট অনুসরণ করেন অনেকে। লিংকডইন প্রোফাইলে অনুসারীর সংখ্যা দেখা যাওয়ায় অপরিচিত ব্যক্তিরাও সহজে তা জানতে পারেন। কিন্তু সম্প্রতি কোনো কারণ ছাড়াই লিংকডইন অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা কম দেখানোর অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী।
ব্যবহারকারীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) লিংকডইন জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে কিছুসংখ্যক ব্যবহারকারীর কানেকশনস ও অনুসারীর সংখ্যা পরিবর্তন হয়েছে। এরই মধ্যে এ সমস্যার সমাধান করা হয়েছে।
অনুসারীর সংখ্যা কমে যাওয়ার ঘটনায় অনেক ব্যবহারকারী ভেবেছিলেন লিংকডইন হয়তো নিষ্ক্রিয় বা ভুয়া অ্যাকাউন্টগুলো মুছে ফেলছে। ব্যবহারকারীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর লিংকডইন দ্রুত কারিগরি ত্রুটি দূর করলেও বিস্তারিত কোনো তথ্য জানায়নি। আর তাই পেশাদার নেটওয়ার্কিং ও বিপণনের জন্য যাঁরা লিংকডইনের ওপর নির্ভরশীল, তাঁদের অনেকের মধ্যেই উদ্বেগ দেখা গেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া