গেমসকনে গেম খেলছেন দর্শনার্থীরা
গেমসকনে গেম খেলছেন দর্শনার্থীরা

গেমস

কোলনে চলছে গেমসের বিশ্ব মেলা

গেম খেলার জন্য অপেক্ষায় দর্শনার্থীরা

জার্মানির কোলনে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বড় গেম মেলা গেমসকন। করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে অনলাইনে অনুষ্ঠিত হলেও এবার মেলায় সরাসরি অংশ নিয়েছেন গেমাররা। গত বুধবার থেকে চলা এ মেলা চলবে ২৯ আগস্ট পর্যন্ত।

মেলা ঘুরে দেখছেন দর্শনার্থীরা

আয়োজকেরা জানিয়েছেন, এবারের মেলায় ৫৩ দেশের গেম নির্মাতা প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করছেন। আগ্রহী দর্শকেরা মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবা পরখ করে দেখছেন। মেলায় স্মার্টফোন, কম্পিউটার থেকে শুরু করে এক্সবক্স এবং প্লেস্টেশনের বিভিন্ন গেম খেলার সুযোগ মিলছে।

মেলায় ইলেকট্রনিক আর্টস, সনি, নিনটেন্ডো এবং অ্যাকটিভেশন ব্লিজার্ডের মতো বড় প্রতিষ্ঠানগুলো অংশ নেয়নি। ফলে দর্শক উপস্থিতি আগের মেলাগুলোর তুলনায় কম হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: ডয়চে ভেলে, এএফপি