নয়েসের দেওয়া বাস্তব আইসির ধারনায় সিলিকন তলে সরাসরি একাধিক চ্যানেলকে যুক্ত করা যায়।
নয়েসের দেওয়া বাস্তব আইসির ধারনায় সিলিকন তলে সরাসরি একাধিক চ্যানেলকে যুক্ত করা যায়।

প্রযুক্তির এই দিনে: ২৩ জানুয়ারি

রবার্ট নয়েস ইন্টিগ্রেটেড সার্কিটের বাস্তব ধারণা দেন

রবার্ট নয়েস সিলিকন মেসা ও প্ল্যানার ট্রানজিস্টর উন্নয়নের ধারণা দেন। যে ধারণা পরে বাণিজ্যিকভাবে ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) তৈরিতে প্রয়োগ করা হয়।

২৩ জানুয়ারি ১৯৫৯
রবার্ট নয়েস ইন্টিগ্রেটেড সার্কিটের বাস্তব ধারণা দেন
ফেয়ারচাইল্ড সেমিকন্ডাক্টরের সহপ্রতিষ্ঠাতা ও গবেষণা পরিচালক রবার্ট নয়েস সিলিকন মেসা ও প্ল্যানার ট্রানজিস্টর উন্নয়নের ধারণা দেন। যে ধারণা পরে ১৯৬৮ সালে বাণিজ্যিকভাবে ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) তৈরিতে প্রয়োগ করা হয়। নয়েস গর্ডন মুর ও অ্যান্ডি গ্রোভের সঙ্গে পরে প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল প্রতিষ্ঠা করেন।

জাভা এখনও জনপ্রিয়

২৩ জানুয়ারি ১৯৯৬
জাভার প্রথম সংস্করণ প্রকাশিত
‘ওক’ সাংকেতিক নাম থেকে প্রথম জাভা প্রোগ্রামিং ভাষা প্রকাশিত হয়। সব ধরনের অপারেটিং সিস্টেমে কাজ করার সুবিধার জন্য জাভা দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। এখনো জাভা ব্যাপক জনপ্রিয়। গিটহাবের হিসাবে ২০২২ সালে তৃতীয় জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা ছিল জাভা, ২০২৩ সালে এটি চতুর্থ স্থানে চলে যায়।

জাভার জনক জেমস গসলিং। ২০০৮ সালে

১৯৯৫ সালে সান মাইক্রোসিস্টেমে কাজ করার সময় প্রোগ্রামার জেমস গসলিং জাভা তৈরি করেন। একই বছরের মে মাসে সানের জাভা প্ল্যাটফর্মে জাভা প্রকাশ করা হয়। ২০০৭ সালে ওরাকল করপোরেশনের মালিকানায় চলে আসে জাভা। ২০২৩ সালের সেপ্টেম্বরে জাভার সর্বশেষ সংস্করণ জাভা ২১ প্রকাশিত হয়েছে।

‘লো অ্যান্ড বিহোল্ড, রিভারিস অব দ্য কানেকটেড ওয়ার্ল্ড’ প্রামাণ্যচিত্রের পোস্টার

২৩ জানুয়ারি ২০১৬
সংযুক্ত পৃথিবী নিয়ে প্রামাণ্যচিত্র
লো অ্যান্ড বিহোল্ড, রিভারিস অব দ্য কানেকটেড ওয়ার্ল্ড প্রামাণ্যচিত্র মুক্তি পায়। ওয়ার্নার হারজগ পরিচালিত এই মার্কিন প্রামাণ্যচিত্রে সংযুক্ত পৃথিবীর কল্পনার কথা তুলে ধরা হয়েছে। বর্তমান পৃথিবীতে ইন্টারনেট, রোবটবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস এবং আরও কিছু প্রযুক্তি মানুষের জীবনে কী প্রভাব ফেলছে, তা ৯৮ মিনিটের এই প্রামাণ্যচিত্রে দেখানো হয়েছে। এই প্রামাণ্যচিত্রে ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল (টিসিপি) ও ইন্টারনেট প্রটোকলের (আইপি) প্রবক্তা বব কান, টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, কম্পিউটারবিজ্ঞানী ও উইডাসিটির সহপ্রতিষ্ঠাতা সেবাস্টিন থ্রান, হাইপারটেস্কট ও হাইপারমিডিয়ার প্রবক্তা টেড নেলসনসহ তথ্যপ্রযুক্তির নেতৃস্থানীয় মানুষদের সাক্ষাৎকার রয়েছে।