ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামের স্টোরিজে নতুন সুবিধা চালু

ইনস্টাগ্রামের স্টোরিজ সুবিধার মাধ্যমে সহজেই ছবি ও ভিডিও পোস্ট করা যায়। ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় অনেকেই পারিবারিক অনুষ্ঠান, ভ্রমণসহ দৈনন্দিন বিভিন্ন আয়োজনের ছবি বা ভিডিও নিয়মিত ইনস্টাগ্রাম স্টোরিজে প্রকাশ করেন। এত দিন ইনস্টাগ্রাম স্টোরিজে প্রতিক্রিয়া জানানো গেলেও কোনো মন্তব্য করা যেত না। ফলে ছবি বা ভিডিওগুলো সম্পর্কে অন্যদের মতামত জানতে পারতেন না পোস্ট করা ব্যক্তিরা। এ সমস্যা সমাধানে স্টোরিজে মন্তব্য করার সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম।

ইনস্টাগ্রাম স্টোরিজে মন্তব্য করার সুযোগ শুধু অ্যাকাউন্টটিকে অনুসরণকারী ব্যক্তিরা পাবেন। অর্থাৎ কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুসরণ না করলে সেই অ্যাকাউন্টের পোস্ট করা স্টোরিজে মন্তব্য করা যাবে না। এ ছাড়া স্টোরিজ প্রকাশের সময় কোন কোন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করতে পারবেন, তা-ও নির্ধারণ করে দেওয়া যাবে। এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।

ইনস্টাগ্রামের মুখপাত্র এমিলি নরফোক জানিয়েছেন, স্টোরিজে মন্তব্য করার সুযোগ চালু বা বন্ধ রাখা যাবে। যেসব ব্যবহারকারী স্টোরিজে মন্তব্য করবেন, তাঁদের প্রোফাইল ছবি ছোট করে নিচে দেখা যাবে। নির্দিষ্ট সময় পর স্টোরিজের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে মন্তব্যগুলো।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া