ব্যক্তিগত বা পেশাগত প্রয়োজনে হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদানের পাশাপাশি অডিও বা ভিডিও কল করেন অনেকে। কিন্তু যে ব্যক্তিকে কল করা হয়েছে, তিনি যদি ব্যস্ত বা অফলাইনে থাকেন, তবে কথা বলা আর হয়ে ওঠে না। ব্যবহারকারীদের এ সমস্যা অজানা নয় হোয়াটসঅ্যাপেরও। তাই সমস্যা সমাধানে ‘কল শিডিউল’ সুবিধা চালু করছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।
কল শিডিউল সুবিধা চালু হলে ব্যবহারকারীরা আগে থেকে কল করার তারিখ, সময় ও বিষয় নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপে জানিয়ে দিতে পারবেন। প্রাপকেরা হোয়াটসঅ্যাপে প্রবেশ করলেই কল শিডিউলের বার্তা দেখতে পারবেন। ফলে নির্দিষ্ট সময়ে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে কথা বলতে পারবেন।
বর্তমানে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর কল শিডিউল সুবিধার কার্যকারিতা পরখ করছে হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে শুধু অ্যান্ড্রয়েড সংস্করণ ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া