মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোযানে প্রথমবারের মতো হিউলেট–প্যাকার্ডের এইচপি–৪১সি ক্যালকুলেটর ব্যবহার করা হয়।
১২ এপ্রিল ১৯৮১
মহাকাশযানে প্রথম ক্যালকুলেটরের ব্যবহার
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোযানে প্রথমবারের মতো হিউলেট–প্যাকার্ডের এইচপি–৪১সি ক্যালকুলেটর ব্যবহার করা হয়। নভোচারীরা মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে ঠিক কোন পথে ফিরে আসবেন, সেই পথের নির্দিষ্ট কোণের হিসাব বের করা হতো এইচপি–৪১সি ক্যালকুলেটর দিয়ে।
এইচপি–৪১সি পকেট ক্যালকুলেটর ১৯৮০–এর দশকে নাসার ৯টি স্পেস শাটল ফ্লাইটে ব্যবহার করা হয়। এই ক্যালকুলেটরে প্রোগ্রাম করা যেত। নাসা হিউস্টনের একটি স্থানীয় দোকান থেকে এই ক্যালকুলেটর কেনে এবং প্রতিটি মহাকাশ অভিযানের জন্য ক্যালকুলেটরে বিশেষ বিশেষ সফটওয়্যার ইনস্টল করে। বিশেষ করে পৃথিবীর বায়ুমণ্ডলে মহাকাশযানের পুনর্প্রবেশের জটিল হিসাব ক্যালকুলেটর দিয়ে নিখুঁতভাবে কষা যায়। ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এইচপি এই ক্যালকুলেটর তৈরি ও বিপণন করেছে।
১২ এপ্রিল ২০০১
এমএসএনের ৫০ লাখ গ্রাহক
যুক্তরাষ্ট্রে মাইক্রোসফটের ইন্টারনেট সেবা এমএসএন ইন্টারনেট অ্যাকসেসের গ্রাহকসংখ্যা ৫০ লাখ পূর্ণ হয়। এই অর্জনের জন্য খুচরা বিক্রেতা রেডিও শ্যাক ও বেস্ট বাইকের অবদানের কথা বলে মাইক্রোসফট। পাশাপাশি ডেল কম্পিউটারের সঙ্গে পরিবেশনা চুক্তিও গ্রাহক বাড়িয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।