দ্য হার্ভার্ড মার্ক–১ বা আইবিএম অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোলড ক্যালকুলেটর (এএসসিসি) চালু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটারগুলোর অন্যতম ছিল হার্ভার্ড মার্ক–১।
১৭ এপ্রিল ১৯৪৪
হার্ভার্ড মার্ক–১ কম্পিউটার চালু হলো
দ্য হার্ভার্ড মার্ক–১ বা আইবিএম অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোলড ক্যালকুলেটর (এএসসিসি) চালু হয়। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জেমস কোন্যান্ট আইবিএমের প্রতিষ্ঠাতা টমাস ওয়াটসন সিনিয়রের কাছে একটি পত্রে লেখেন হার্ভার্ড ও আইবিএম—দুই প্রতিষ্ঠান মিলে যে মার্ক–১ কম্পিউটার নির্মাণ করেছে, তা সাবলীলভাবে চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যেসব যৌথ প্রকল্প সফল হয়েছিল, মার্ক–১ ছিল সেগুলোর একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটারগুলোর অন্যতম ছিল হার্ভার্ড মার্ক–১।